শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


তেমন গুরুতর শারীরিক সমস্যা নেই পার্থ চট্টোপাধ্যায়ের। যদিও তাঁর কিছু পুরনো শারীরিক সমস্যা রয়েছে। ভুবনেশ্বরের এমস জানিয়ে দিয়েছে, তাঁকে সোমবারই ছেড়ে দেওয়া হবে।
গতকাল রবিবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল নির্দিষ্ট সময়ের মধ্যে পার্থর রিপোর্ট দিতে হবে ভুবনেশ্বরের এমস-কে। এমসের ডিরেক্টর একজিউটিভ ডাঃ আশুতোষ বিশ্বাস সোমবার জানিয়েছেন, ‘পার্থ চট্টোপাধ্যায়ের ৪-৫ রকম পুরনো রোগ রয়েছে। তিনি দীর্ঘ দিন ধরে বেশ কিছু ওষুধও খাচ্ছেন। ‘সিরিয়াস’ নয় পার্থর অসুস্থতা। তাঁকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হবে।’
ডাঃ আশুতোষ বিশ্বাস বলেন, ‘ মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ে কয়েকটি নিয়মিত সমস্যায় ভুগছেন। সে সবের জন্য তাঁকে ওষুধ খেয়ে যেতে হবে। তবে এর জন্য তাঁকে হাসপাতালে ভর্তি রাখার কোনও প্রয়োজন নেই।’’ মেডিক্যাল অফিসার এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে এইমসের পক্ষ থেকে এই রিপোর্ট তুলে দেওয়া হয়েছে।

Skip to content