শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

করোনার আতঙ্কের মধ্যেই চোখ রাঙাচ্ছে মাঙ্কিপক্স। ফের দেশে আরও একজনের শরীরে মাঙ্কিপক্সের ভাইরাস পাওয়া গিয়েছে। এবার তেলঙ্গানার এক ব্যক্তির শরীরে মিলল মাঙ্কিপক্সের সন্ধান। এই নিয়ে ভারতে চতুর্থ আক্রান্তের খোজ পাওয়া গেল। জানা গিয়েছে, তেলঙ্গানার কামারেড্ডি জেলার ইন্দিরানগর কলোনির বছর চল্লিশের এক ব্যক্তির শরীরে পাওয়া গিয়েছে এই ভাইরাসের হদিশ। ওই ব্যক্তি গত ৬ জুলাই কুয়েত থেকে দেশে ফিরেছেন। তাঁর দেহে প্রথমে র্যা শ দেখা যায়। জ্বর নিয়ে প্রথমে তিনি একটি বেসরকারি হাসপাতালে যান। তাঁর উপসর্গ দেখে সেখান থেকে তাঁকে একটি সরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এখন তিনি হায়দরাবাদে একটি হাসপাতালে চিকিৎসাধীন।
ওই রাজ্যের স্বাস্থ্য দফতরের ডিরেক্টর জি শ্রীনিবাস জানিয়েছেন, আক্রান্তের খবর মিলতেই ওই ব্যক্তির পরিবার ও নিকট আত্মীয় যাঁরা এই কয়েকদিনে তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদেরও পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে এখনও তাঁদের শরীরে এই ভাইরাসের কোনও উপসর্গ দেখা যায়নি।
উল্লেখ্য, গত ১৪ জুলাই প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের খবর মেলে কেরলে। তিনি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। তাঁর বয়স ৩৫ বছর। যদিও আক্রান্ত ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ। এর পর, ৩১ বছর বয়সি কেরলের আর এক যুবক এই ভাইরাসে সংক্রমিত হন। ওই ব্যক্তি দুবাই থেকে ফিরেছিলেন। এই ভাইরাসে সংক্রমিত তৃতীয় ব্যক্তিও কেরলের বাসিন্দা। আরব আমিরশাহি থেকে মালাপ্পুরমে ফেরেন তিনি। এরপর রবিবার মাঙ্কিপক্সে সংক্রমিত হয়েছেন পশ্চিম দিল্লির এক বাসিন্দা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মাঙ্কিপক্সের ভাইরাস পশুর দেহ থেকে মানুষের শরীরে সংক্রমিত হয়। আগে স্মলপক্স রোগীদের দেহে যে উপসর্গ দেখা যেত তেমন উপসর্গই মাঙ্কিপক্সেও দেখা গিয়েছে। তবে কিছুটা স্বস্তির নিশ্বাস যে রোগীদের সবাই প্রায় সুস্থ হয়ে উঠছেন।

Skip to content