রবিবার ১০ নভেম্বর, ২০২৪


৬৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হয়েছে শুক্রবার সন্ধ্যায়। এ বছর জাতীয় চল্লচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার সম্মান পেলেন বলিউড স্টার অজয় দেবগণ। অজয়ের নিজের প্রযোজিত ছবি ‘তনহাজী: দ্য আনসাং ওয়ারিয়র’ পেয়েছে সেরা জনপ্রিয় ছবির পুরস্কার। অজয় দক্ষিণী তারকা সুরিয়ার সঙ্গে সেরা অভিনেতার পুরস্কার ভাগ করে নিয়েছেন। ‘সুরারাই পোত্রু’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য সুরিয়া যুগ্ম ভাবে সেরা অভিনেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। ‘জুনিয়ার তুলসিদাস’কে সেরা হিন্দি ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে। ‘জুনিয়ার তুলসিদাস’ ছবিতে অভিনয় করা শিশু অভিনেতা বরুণ বুদ্ধদেব বিশেষ জুরি পুরস্কারে সম্মানিত করা হয়েছে।
বাংলা থেকে এবার সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’ ছবি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অর্জুন চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়। ছবিটিতে অভিনয় করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও। উচ্ছ্বসিত অভিনেত্রী অভিযাত্রিক-এর পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। সেরা সিনেম্যাটোগ্রাফি পুরস্কার পেয়েছে ‘অভিযাত্রিক’। এই সম্মান পেয়েছেন চিত্রগ্রাহক সুপ্রতীম ভোল। পরিচালক শুভ্রজিৎ মিত্র নেট মাধ্যমে অভিযাত্রিক ছবির পোস্টার শেয়ার করে কলাকুশলীদের শুভেচ্ছা জানিয়েছেন।


Skip to content