শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

দেশে আরও একজন মাঙ্কি পক্সে আক্রান্তের সন্ধান মিলল। আক্রান্ত কেরলের কুন্নুর জেলার বাসিন্দা। কেরলের রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। আক্রান্ত ব্যক্তি গত ১৩ জুলাই দুবাই থেকে কেরলের কান্নুর জেলায় ফিরেছেন। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, দুবাই ফেরত ৩১ বছর বয়সি ওই যুবক মাঙ্কি পক্সে সংক্রমিত হয়েছেন। কান্নুরের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন। তাঁর শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। ওই যুবক যাঁদের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
মাঙ্কি পক্সে সংক্রমণ রুখতে বিশেষ পদক্ষেপ করেছে কেরল প্রশাসন। রাজ্যের চারটি বিমানবন্দরকেও সজাগ থাকাতে বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের ১৪টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। প্রসঙ্গত, ভারতে প্রথম মাঙ্কিপক্স আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল গত ১৪ জুলাই। তিনি আরব আমিরশাহী থেকে কেরলে ফিরেছিলেন। পুণের গবেষণাগারে তাঁর নমুনা পরীক্ষা করে জানা গিয়েছিল যে তিনি এই ভাইরাসে আক্রান্ত। ওই ব্যক্তি বিদেশে এক মাঙ্কি পক্স আক্রান্তের সংস্পর্শে এসেই সংক্রমিত হয়েছেন বলে জানা গিয়েছিল।
প্রথম মাঙ্কিপক্সের হদিশ মেলার পরই সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে মাঙ্কিপক্স নিয়ে সতর্ক করা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ আশ্বাস দিয়েছে, মাঙ্কিপক্স কোভিডের মতো ভয়াবহ আকার নেবে না।

Skip to content