ছবি প্রতীকী
ফের ঊর্ধ্বমুখী রাজ্যের করোনা সংক্রমণ। বুধবার রাজ্য স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৭৯ জন। এর মধ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে থাকে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৬৬১ জন। উত্তর ২৪ পরগনার পরেই রয়েছে কলকাতা। এখানে সংক্রমিত হয়েছেন ৬৫৫ জন। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম ও হুগলিতে আক্রান্তের সংখ্যা দু’শোর কাছাকাছি।
একশোর বেশি আক্রান্ত হয়েছেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মালদহ জেলায়। পাশাপাশি একশো একশোর গণ্ডি ছুঁইছুঁই জলপাইগুড়ির কোভিড গ্রাফ। ৮০-র কাছাকাছি আক্রান্ত হাওড়া ও দার্জিলিংয়ে। বুধবার করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪ জনের। এই মুহূর্তে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৮.৫৯ শতাংশে।
একশোর বেশি আক্রান্ত হয়েছেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মালদহ জেলায়। পাশাপাশি একশো একশোর গণ্ডি ছুঁইছুঁই জলপাইগুড়ির কোভিড গ্রাফ। ৮০-র কাছাকাছি আক্রান্ত হাওড়া ও দার্জিলিংয়ে। বুধবার করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৪ জনের। এই মুহূর্তে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১৮.৫৯ শতাংশে।