শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


বর্ষা মুহুরি

অমরনাথ যাত্রায় গিয়ে তলিয়ে গেলেন রাজ্যের এক তরুণী। গত শুক্রবার অমরনাথে একটানা প্রবল বৃষ্টির জেরে যে পুণ্যার্থীদের শিবিরগুলি ভেসে গিয়েছিল সেই থেকে ওই তরুণী, তাঁর মা ও মামার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ২৪ ঘণ্টা উৎকণ্ঠায় থাকার পর রবিবার ওই কলেজ বর্ষা মুহুরির মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছল। পরিবারকে নবান্ন থেকে এই খবর দেওয়া হয়েছে। তরুণীর মা এবং মামা নিরাপদে আছেন।
মা নিবেদিতা মুহুরি ও মামা সুব্রত চৌধুরীকে নিয়ে বর্ষা গত ১ জুলাই কাশ্মীরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। এ প্রসঙ্গে বর্ষার বাবা চন্দন মুহুরি বলেন, দলে মোট সাত জন ছিলেন। বিপর্যয়ের আগে স্ত্রী ও মেয়ের সঙ্গে তিনি ফোনে কথাও বলেছিলেন। তবে বিপর্যয়ের পর থেকে তিনি অনেক চেষ্টা করেও কারও সঙ্গে যোগাযোগ করতে পারেননি।
শনিবার নানা সূত্র থেকে বর্ষার মৃত্যুর খবর আসছিল। রবিবার ব্লক উন্নয়ন দফতর থেকে র্ষার দাদা স্বরূপ মুহুরিকে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। স্বরূপ জানান, নবান্ন থেকে বিডিও-র কাছে যে তালিকা এসেছে তাতে বর্ষার নাম রয়েছে। বলা হয়েছে, ভয়ঙ্কর বিপর্যয়ের সময় মা আঘাত পাওয়ায় তাঁকে বাঁচাতে গিয়ে বর্ষা প্রবল স্রোতে বর্ষা ভেসে গিয়েছে। বর্ষার মা ও মামাও আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানান হয়েছে। প্রশাসন সূত্রে খবর, বর্ষার দেহ রবিবারই কলকাতায় ফিরিয়ে আনারর চেষ্টা চলছে।

Skip to content