শেষমেশ হাসপাতালের আট তলার কার্নিশ থেকে হাত ফস্কে নীচে পড়ে গেলেন স্নায়ুরোগে আক্রান্ত এক ব্যক্তি। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এই মুহূর্তে তাঁর চিকিৎসা চলছে। মল্লিকবাজারের হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা। শনিবার সকালে সাড়ে ১১টা নাগাদ সুজিত সরকার নামে এই রোগী মল্লিকবাজারের ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স-এর কার্নিশে উঠে পড়েন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি। ওই রোগী আট তলার ঘর থেকে জানলা দিয়ে কার্নিশে উঠেছেন। বেশ কিছুদিন ধরে তিনি অত্মহত্যার চেষ্টা করছিলেন। হাসপাতালের কর্মীরা তাঁকে নানা ভাবে বোঝানোর চেষ্টা করেন কিন্তু কোনও লাভ হয়নি।
আজ সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁকে কার্নিশে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধারের জন্য দমকলে খবর পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চেষ্টা করেও দমকল বাহিনী ওই রোগীকে নামাতে ব্যর্থ হন। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ রোগীর এক আত্মীয়কে হাসপাতালে আনা হয়। সেই ব্যক্তি তাঁকে জানলা দিয়ে বোঝাতে গেলে ঝাঁপ দেওয়ার হুমকি দেন। এর কিছুক্ষণ পরই ওই রোগী কার্নিশ থেকে ঝুলতে থাকেন। তারপরই হাত ফস্কে নীচে পড়ে যান।
আজ সকাল সাড়ে ১১টা নাগাদ তাঁকে কার্নিশে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধারের জন্য দমকলে খবর পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চেষ্টা করেও দমকল বাহিনী ওই রোগীকে নামাতে ব্যর্থ হন। দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ রোগীর এক আত্মীয়কে হাসপাতালে আনা হয়। সেই ব্যক্তি তাঁকে জানলা দিয়ে বোঝাতে গেলে ঝাঁপ দেওয়ার হুমকি দেন। এর কিছুক্ষণ পরই ওই রোগী কার্নিশ থেকে ঝুলতে থাকেন। তারপরই হাত ফস্কে নীচে পড়ে যান।