ক্রমশ ভয় ধরাচ্ছে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দৈনিক সংক্রমণও ঊর্ধ্বমুখী। উদ্বেগ বাড়াচ্ছে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতিও। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় ১২,২৪৯ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৩,৬০০-র বেশি! রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে সংক্রমণের বৃদ্ধি হার ৫৫ শতাংশ! রাজধানী দিল্লিতে একদিনে সংক্রমিত হয়েছেন ১৩৮৩ জন। দেশে একদিনে প্রাণ হারিয়েছেন ১৩ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ৬৮৭। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯,৮৬২ জন। এখনও পর্যন্ত দেশে মোট ৪ কোটি ২৭ লক্ষ ২৫ হাজার ৫৫ জন মানুষ করোনা মুক্ত হয়েছেন। মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৯০৩ জনের। আর এখনও পর্যন্ত মোট ১৯৬ কোটি ৪৫ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্টে জানা গিয়েছে।