ছবি প্রতীকী
‘চুক্তিভিত্তিক অস্থায়ী সেনা’ নিয়োগ নিয়ে ক্রমশ বিক্ষোভ ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন জায়গায়। বিক্ষোভকারীরা বিহার, উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলিতে একাধিক ট্রেন জ্বালিয়ে দিয়েছে। বিক্ষোভের আঁচ পড়েছে পশ্চিমবঙ্গেও। এরই মধ্যে কেন্দ্রীয় সরকার ‘অগ্নিপথ’ প্রকল্পে আরও কিছু বাড়তি সুবিধা ঘোষণা করল। শনিবার টুইট করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে অগ্নিবীরদের ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা দেওয়া হবে। অগ্নিবীরা অবসরের পর ১০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন কেন্দ্রীয় বাহিনী এবং অসম রাইফেলসে। এই বাহিনীতে নিয়োগের বয়সসীমাতে ৩ বছরের ছাড় মিলবে। স্বরাষ্ট্রমন্ত্রক অগ্নিবীর নিয়োগে প্রথম ব্যাচের জন্য ৫ বছরের ছাড়ের সিদ্ধান্তও ঘোষণা করেছে, যা প্রথমে ২১ বছর ছিল, তারপর আন্দোলনের জন্য ২৩ বছর করা হয়েছিল।
MHA decides to reserve 10% vacancies for recruitment in CAPFs & Assam Rifles for Agniveers, 3 yrs age relaxation beyond upper age limit to Agniveers for recruitment in the two forces. For the 1st batch of Agniveer, age relaxation will be for 5 yrs beyond upper age limit: HMO pic.twitter.com/2VJpCxkFnk
— ANI (@ANI) June 18, 2022