ছবি প্রতীকী
ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ। মহারাষ্ট্রে শেষ পাঁচ দিনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, সোমবার ১,০৩৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন, যা গত ২৬ ফেব্রুয়ারির পর সব থেকে বেশি। মোট করোনা সংক্রমণের ৬৭.২৮ শতাংশই মুম্বইয়ের। পাশাপাশি পাঁচ রাজ্যের জেলায় দৈনিক সংক্রমণের হার ৩ থেকে ৮ শতাংশ। সোমবার মহারাষ্ট্র সরকার রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে। হাসপাতালের পরিকাঠামো, নতুন বিধিনিষেধ, মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে কি না-সহ একাধিক বিষয়ে আলোচনা হয় বৈঠকে। বিশেষজ্ঞরা সংক্রমণ বৃদ্ধির জন্য ওমিক্রনের বিএ.৪ এবং বিএ.৫ রূপকেই দায়ী করছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৭১৪ জন। ৭ জনের মৃত্যু হয়েছে। ৯৮.৭২ শতাংশ সুস্থতার হার। দেশে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬ হাজার ৯৭৬ জন। এখনও পর্যন্ত করোনায় ৫,২৪,৭০৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থের সংখ্যা ৪,২৬,৩৩,৩৬৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে কোভিডে আক্রান্ত হয়েছেন ৩৭১৪ জন। ৭ জনের মৃত্যু হয়েছে। ৯৮.৭২ শতাংশ সুস্থতার হার। দেশে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৬ হাজার ৯৭৬ জন। এখনও পর্যন্ত করোনায় ৫,২৪,৭০৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থের সংখ্যা ৪,২৬,৩৩,৩৬৫ জন।
#COVID19 | India reports 3,714 fresh cases, 2,513 recoveries, and 7 deaths in the last 24 hours.
Total active cases are 26,976 pic.twitter.com/mZIs8dP73f
— ANI (@ANI) June 7, 2022