ছবি প্রতীকী
বাংলাদেশ, নেপালের পর এবার ভুটান! এ বার থেকে ট্রেনে করে ভুটানেও যাওয়া যাবে। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে বলে খবর। ২০০৫ সালে হওয়া চুক্তি অনুযায়ী, লাইন পাতার কাজ হবে অসমের কোকড়াঝাড় থেকে ভুটানের গেলেফু পর্যন্ত মোট ৫৭.৫ কিলোমিটার পথ। শীঘ্রই সমীক্ষার কাজ শুরু করবে উত্তর-পূর্ব ফ্রন্টিয়ার রেল। রেল এই ব্রডগেজ রেললাইন তৈরি করতে বরাদ্দ করেছে এক হাজার কোটি টাকা।
চুক্তির সময় দু’দেশের মধ্যে কথা হয়েছিল ভারত-ভুটান ট্রেন চলবে মোট পাঁচটি রুটে। যদিও এই মুহূর্তে একটি রুটে ট্রেন পরিষেবা চালুর কথাই ভাবা হচ্ছে। রুট অনুযায়ী ভারতের মধ্যে থাকা অংশ সমতল হলেও, ভুটানের রেল পথের অনেকটাই পাহাড়ি এলাকা।
এদিকে, আইআরসিটিসি ট্রেনে নেপাল ভ্রমণের প্যাকেজ ঘোষণা করেছে। রেলের রামায়ণ সার্কিট সফর চালু হচ্ছে জুন মাসে। মোট ১৮ দিনের সফরে নেপালের জনকপুরকেও যুক্ত করা হয়েছে।
চুক্তির সময় দু’দেশের মধ্যে কথা হয়েছিল ভারত-ভুটান ট্রেন চলবে মোট পাঁচটি রুটে। যদিও এই মুহূর্তে একটি রুটে ট্রেন পরিষেবা চালুর কথাই ভাবা হচ্ছে। রুট অনুযায়ী ভারতের মধ্যে থাকা অংশ সমতল হলেও, ভুটানের রেল পথের অনেকটাই পাহাড়ি এলাকা।
এদিকে, আইআরসিটিসি ট্রেনে নেপাল ভ্রমণের প্যাকেজ ঘোষণা করেছে। রেলের রামায়ণ সার্কিট সফর চালু হচ্ছে জুন মাসে। মোট ১৮ দিনের সফরে নেপালের জনকপুরকেও যুক্ত করা হয়েছে।