সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


'ক্যাফে অর্পণ' একটি পরিচিত নাম মুম্বইবাসীদের কাছে। জুহু সমুদ্র সৈকত থেকে একটু দুরেই এটি অবস্থিত।

শহরের অন্যান্য ক্যাফে থেকে এটি সম্পূর্ণ অন্য ধরনের। এখানকার রাঁধুনি থেকে শুরু করে যাঁরা খাবার পরিবেশন করেন তাঁদের মধ্যে কেউ অটিজম, কেউ বা ডাউন সিনড্রোম রোগের শিকার। এঁদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে মুম্বইয়ের একটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করে ২০১৮ সালে স্বেচ্ছাসেবী সংস্থাটি ক্যাফেটির উদ্বোধন করে।

এরা প্রথমে মুম্বাইয়ে ডাব্বা পরিষেবা দিতে শুরু করেন। তারপর এই কাফেতে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা রান্না করে বাড়ি বাড়ি খাবার সরবরাহ করতেন। কেবল আর্থিক সাহায্য নয়, যাঁরা ক্যাফেতে আসবেন তাঁদের সঙ্গে কেমন আচরণ করা উচিত সে সব প্রশিক্ষণও ওই স্বেচ্ছাসেবী সংস্থাটি দিয়েছে।

এই ক্যাফের প্রত্যেক সদস্য খুব ভালোবেসে যত্নসহকারে সমস্ত কাজ করেন। চা, কফি, পিৎজা, বার্গার, মেক্সিকান খাবার সবই পাওয়া যায়। শুধু খাবার নয়, তাঁদের তৈরি টি-শার্ট, কফি মগ প্রভৃতিও বিক্রি হয় এখানে।

যদি আপনি এই ক্যাফেতে যান তাহলে দেখতে পাবেন সমস্ত দেয়াল জুড়ে রয়েছে ইংরেজিতে লেখা নানা উক্তি এবং বিভিন্ন ফটো।


Skip to content