রবিবার ১০ নভেম্বর, ২০২৪


অবশেষে বহু প্রতীক্ষিত ছবি ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’-এর কলাকুশলীদের নাম ঘোষণা করল প্রযোজনা সংস্থা এসভিএফ এবং ক্যামেলিয়া। অরিন্দম শীলের পরিচালনায় বড়পর্দায় আবারও আসছে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সি। আগামী ১১ অগাস্ট মুক্তি পেতে চলেছে ‘ব্যোমকেশ-হাত্যমঞ্চ’। ছবিতে আবারও ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে আবির চট্টোপাধ্যায়-কে। একইসঙ্গে এই ছবিতে সোহিনী সরকারও ফিরে আসছেন সত্যবতী’র চরিত্রে।
ছবিটির প্রেক্ষাপট ১৯৭১ সালের নকশাল বিদ্রোহ। একটি অসমাপ্ত ব্যোমকেশ গল্প ‘বিশুপাল বোধ’ থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে এই ছবি। ছবিটির জন্য অসমাপ্ত এই গল্পের বাকি অংশ লিখেছেন পরিচালক অরিন্দম শীল এবং লেখক পদ্মনাভ দাশগুপ্ত। ব্যোমকেশ চরিত্রকে কেন্দ্র করে এটি অরিন্দম শীলের চতুর্থ পরিচালনা।
এই ছবিতে আবির চট্টোপাধ্যায় এবং সোহিনী সরকারের পাশাপাশি সুহোত্র মুখোপাধ্যায়কে এই ছবিতে ব্যোমকেশের আইকনিক আস্থাভাজন এবং লেখক অজিতের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
এছাড়াও, এই ছবিতে বিশু পালের চরিত্রে অভিনয় করেছেন কিঞ্জল নন্দা, অর্ণ মুখোপাধ্যায়কে দেখা যাবে কিচোকের চরিত্রে। ছবিতে সুলোচনার ভূমিকায় দেখা যাবে পাওলি দাম’কে। একজন নৃত্যশিল্পী সোমারিয়া’র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অনুষা বিশ্বনাথন’কে। কালীচরণ বা কালীকিংকরের চরিত্রে অভিনয় করেছেন লোকনাথ দে, প্রতুল বাবুর চরিত্রে দেখা যাবে পদ্মনাভ দাশগুপ্ত-কে এবং পুলিশ অফিসার মাধব মিত্রের চরিত্রে দেখা যাবে অসীম রায় চৌধুরী-কে। ছবির সঙ্গীত পরিচালনা করবেন শিল্পী বিক্রম ঘোষ।

Skip to content