শনিবার ২১ সেপ্টেম্বর, ২০২৪


ছবি প্রতীকী

মাঙ্কি ভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে একাধিক দেশে। স্পেন, পর্তুগাল, ইংল্যান্ডের পর এবার আমেরিকাতেও ধরা পড়ল মাঙ্কি ভাইরাসের অস্থিত্ব। আমেরিকায় একজন মাঙ্কি ভাইরাস বা মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। লন্ডনে গত ৭ মে প্রথম মাঙ্কি ভাইরাসসের হদিশ পাওয়া যায়। লন্ডনের ওই ব্যক্তি কোনও ভাবে আফ্রিকাতে মাঙ্কি ভাইরাসে আক্রান্ত হন বলে জানা গিয়েছে।

মাঙ্কি ভাইরাস রোগটি ঠিক কী

এটি এক ধরনের বসন্ত রোগ। ভাইরাস ছড়ানোর আশঙ্কা সবথেকে বেশি প্রাণীদেহের মাধ্যমে। মূলত ইঁদুরের মাধ্যমে ছড়ায়। আক্রান্তের সংস্পর্শে সংক্রমণের সম্ভাবনা প্রবল।

মাঙ্কি ভাইরাসের উপসর্গ

বিশেষদের মতে, মাঙ্কি ভাইরাসের প্রাথমিক উপসর্গ হল— জ্বর, মাথা যন্ত্রণা, গায়ে ও পিঠে ব্যথা। সঙ্গে সঙ্গে জলবসন্ত বা গুটিবসন্তের মতো দেখতে ছোট ছোট ক্ষতচিহ্ন দেখা দিতে পারে। কারও কারও আবার কাঁপুনি আসতে পারে। অনেকে খুব ক্লান্তিও অনুভব করতে পারেন।

সংক্রামণের ঝুঁকি কতটা

বিশেষজ্ঞরা এতদিন মনে করছিলেন মাঙ্কি ভাইরাস কেবল ড্রপলেট-এর মাধ্যমে ছড়ায়। সেই হিসেবে এই ভাইরাস কারও কোনও ক্ষত স্থান, শ্বাসনালি, নাক, চোখ কিংবা মুখের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে। আক্রান্তদের বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট হাতে আসার পর চিকিৎসকদের একাংশ আশঙ্কা করছেন, এই মাঙ্কি ভাইরাস যৌন মিলনের মাধ্যমেও ছড়াতে পারে। তাই এ বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

চিকিৎসাপদ্ধতি কী

মাঙ্কি পক্সের ক্ষেত্রেও চিকেন পক্সের মতো ত্বকে ফ্লুইড যুক্ত ক্ষত হয়। দুটি রোগের প্রাথমিক লক্ষণ অনেকটাই একরকম হলেও মাঙ্কি পক্স একটি বিরল রোগ। বিশেষজ্ঞদের মতে, জলবসন্ত বা গুটিবসন্তের মতো দেখতে হলেও এখনও মাঙ্কি ভাইরাস নিরাময়য়ের চিকিৎসা আমাদের কাছে নেই। তাই বিষয়টি বেশ চিন্তার। সর্বদা সতর্ক থাকতে হবে।


Skip to content