বয়সকালে যে যে সাধারণ সমস্যা দেখা যায়
কী কী উপসর্গ দেখা দিলে সতর্কতা অবলম্বন করবেন
কারা বেশি সতর্ক থাকবেন
উপরে বর্ণিত সমস্ত সমস্যাগুলো কিন্তু মূত্রপথ জনিত সমস্যা ছাড়াও অন্যান্য রোগ যেমন ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যা, বিভিন্ন ওষুধের কারণেও বয়স্কদের হতে পারে।
কী করণীয়
সচেতনতা
বয়স্কদের ক্ষেত্রে ইউরোলজিক্যাল সমস্যা খুব সাধারণ। সঠিক সময়ে ইউরোলজিস্ট-এর শরণাপন্ন হলে সহজেই কিন্তু এই সমস্যাগুলো থেকে মুক্তি পাওয়া যায়। এর জন্য বাড়ির লোকজনকেও সচেতন হতে হবে। অন্যান্য বিষয়ের মতন প্রবীণদের ইউরোলজিক্যাল কেয়ার বা পরিষেবা দেওয়ার জন্যও কিন্তু দলগত পরিষেবার গুরুত্ব অপরিসীম।
লেখক: কর্ণধার ‘বাঁচবো’, সহ সম্পাদক জেরিয়াট্রিক সোসাইটি অফ ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ শাখা৷ উপদেষ্টা, প্রোটেক্ট দ্যা ওয়ারিয়ার্স। যোগাযোগ : ‘বাঁচবো’, ফোন : ৯৯০৩৩৮৮৫৫৬