বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

রাজস্থানের ভিলওয়াড়া আদালতে নন্দলাল নামের এক ব্যক্তি একটি খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত হন। বয়স তার ৩৪। বেশ কয়েক বছর ধরে তিনি রয়েছেন জেলে। সম্প্রতি তাঁর স্ত্রী রেখা মা হতে চেয়ে জোধপুর হাই কোর্টের সম্মুখীন হন। রেখার আবেদন তিনি মা হতে চান। কিন্তু স্বামীর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় তা সম্ভব হচ্ছে না। আদালত ওই মহিলার আবেদনে সাড়া দিয়ে ১৫ দিনের জন্য তার স্বামীকে প্যারোলে মুক্তি দিয়ে দিয়েছেন। কারণ গর্ভধারণের অধিকার থেকে কোন মহিলাকে আইন বঞ্চিত করতে পারে না। তাছাড়া একজন বন্দিকে প্যারোলে মুক্তি দেবার মানে শান্তিপূর্ণভাবে সমাজের মূল স্রোতে ফেরার ফেরার ক্ষেত্রে তাকে উৎসাহিত করা। তাই সব দিক বিবেচনা করে যোধপুর হাই কোর্ট নন্দলালকে ১৫ দিনের জন্য প্যারোলে মুক্তির নির্দেশ দিয়েছে।

Skip to content