সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

ত্রিকূট পাহাড়ে রোপওয়েতে উদ্ধারকাজ চালানোর সময় আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হল চার। মঙ্গলবার সকালে উদ্ধারকাজ চলার সময় দড়ি ছিঁড়ে এক মহিলা পর্যটকের মৃত্যু হয়। শঙ্কটজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনায় মৃত মহিলা জাউসাগঢ়ীর বাসিন্দা বলে পুলিশ সুত্রে খবর। গতকাল সোমবারও উদ্ধারকাজ চলার সময় বায়ুসেনার কপ্টারের দড়ি থেকে হাত পিছলে এক পর্যটকের মৃত্যু হয়েছিল। প্রায় দু’ দিন পর উদ্ধারকাজ শেষ হয়েছে। আটকে পড়া পর্যটকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, দেওঘরের ত্রিকূট পাহাড়ের এই রোপওয়ে পর্যটনস্থল হিসেবে বেশ জনপ্রিয়। গত রবিবার রোপওয়ের দু’টি ট্রলির মধ্যে ধাক্কা এই দুর্ঘটনাটি ঘটে। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

Skip to content