সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


রামচরণ।

সম্প্রতি পরিচালক এসএস রাজামৌলির ‘আরআরআর’ ছবি গোটা দেশে ব্যাপক সাড়া ফেলেছে। কয়েকদিনের মধ্যেই সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে ছবিটি। বাহুবলী, বাহুবলী-২ দেখার পর থেকে দর্শকদের মনে বিশাল প্রত্যাশা জন্মেছিল রাজামৌলির প্রতি। পরিচালক ‘আরআরআর’ ছবির মাধ্যমে দর্শকদের সেই প্রত্যাশার দাম দিতে পেরেছেন, তা বলাই যায়। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রথম সারির দুই দক্ষিণী তারকাকে অভিনেতা রামচরণ এবং জুনিয়র এনটিআর। বিশেষ চরিত্রে দেখা গিয়েছে বলিউড স্টার অজয় দেবগণ ও আলিয়া ভাটকে।
ছবিতে আলুরি সীতারাম রাজুর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে রামচরণকে। তাঁর অনবদ্য অভিনয় মন কেড়েছে দর্শকদের। তবে ভক্তদের মনে একটাই প্রশ্ন, রামচরণ কেন ছবির প্রচারে হোক বা সাফল্যের পার্টিতে খালি পায়ে যাচ্ছেন? কেনই বা সবসময় কালো পোশাক পরছেন, মাথায় তিলক কাটছেন? তবে কি তিনি এসব করছেন শুধু ছবির সাফল্যের জন্য? ঠিক তা নয়, এর পেছনে লুকিয়ে রয়েছে রামচরণের ধর্মের প্রতি ভক্তি। তিনি প্রত্যেক বছরই এক নির্দিষ্ট সময়ে কেরলের শবরীমালা মন্দিরে‌ যাওয়ার ৪১ দিন আগে থেকে ব্রত পালন করেন। কারণ তিনি আয়াপ্পা ঠাকুরের বড় ভক্ত। নিরামিষ খাবার খেয়ে এই ব্রত পালনের সময় তাঁকে সর্বদা কালো পোশাক পরে থাকতে হয়। জুতো পরা যায় না। চুল-দাঁড়িও কাটা কাটা বারণ। এমনকী তাঁকে মেঝেতে ঘুমাতে হয়। তাই এই ব্রতর নিয়ম অনুযায়ী রামচরণ সর্বত্র দেখা যাচ্ছে কালো পোশাক পরে জুতো ছাড়া হাঁটতে। রামচরণের এই নতুন রূপ দেখে অবশ্য তাঁর প্রতি ভক্তেরই শ্রদ্ধা বেড়ে গিয়েছে।

Skip to content