শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


রোহণ বন্দ্যোপাধ্যায়, ষষ্ঠ শ্রেণি, দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল, কল্যাণী।

অদ্রীশ বাগচী, পঞ্চম শ্রেণি, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল ( উচ্চমাধ্যমিক )

আজকের টিপস

আজ আমরা শিখব পাখা এঁকে রং করার সহজ পদ্ধতি

প্রথমে আমরা আর্ট পেপারের মাঝে বড় করে ‘P’ লেটার লিখে নেব। এবারে ‘P’-এর বাঁদিক থেকে একটা সমান লাইন টেনে নিলাম, যতটা পর্যন্ত ‘P’-এর লাইন নীচের দিকে নেমেছে। এবারে উপরে ও নীচে লাইন দুটিকে জুড়ে দেব। ‘P’-এর মাঝে অর্ধ গোলাকার একটা লাইন টেনে নিতে হবে। এবার ‘P’-এর সামনের দিকে উপরের অর্ধগোলাকার বরাবর একটা বক্ররেখা এঁকে নিতে হবে। দেখ ‘P’-এর দিয়ে পাখা আঁকা হয়ে গিয়েছে। এবার পাখার রং হলুদ বা কমলা করতে পারো। পাখার সামনের বক্ররেখার অংশে লাল রং দিলে ভালো হবে। আর পাখার হাতলে খয়েরি রং দিয়ে দাও।

পরামর্শে : সৌরভ চক্রবর্তী, চিত্রশিল্পী


Skip to content