সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।

সেই প্রাচীনকাল থেকে বঙ্গীয় সংস্কৃতির অন্যতম এক ঐতিহ্যবাহী ধারা হল নাটক। চৈতন্যদেবের কালে রথের সময় পদযাত্রার সঙ্গে সঙ্গে যেতেন ধাবমান অভিনেতারা শ্রীকৃষ্ণলীলা বিষয়ক বিভিন্ন টুকরো বিষয়ের ওপর অভিনয় করতে। মঞ্চে নাটকের ধারা যদিও বাংলায় উনিশ শতকীয় ইউরোপীয় সভ্যতার দান, কিন্তু নাটক বা নাট্য এই শিল্পরীতি অতি প্রাচীন এক ধারা নিঃসন্দেহেই। বাংলা তথা ভারত তথা বিশ্বের এই ঐতিহ্যবাহী শিল্পরীতির প্রতি সম্মাননা জ্ঞাপন করে প্রতি ২৭ মার্চ পালন করা ‘বিশ্বনাট্যদিবস’, আর এই বিশ্বনাট্যদিবস পালনে কিন্তু পিছিয়ে নেই ওপার বাংলার কৃতীজনেরাও। দেখে নেওয়া যাক কীভাবে পালন করল বাংলাদেশ ‘বিশ্বনাট্যদিবস’।

সমস্ত নাট্যশিল্পীর মধ্যে আন্তরিক ঐক্য প্রতিষ্ঠাই ছিল এদিন ‘নানা আয়োজনে উদযাপিত বিশ্বনাট্যদিবস’এর মূল লক্ষ্য। শিল্পকলা একাডেমি, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, গ্রুপ থিয়েটার ফেডারেশন ও পথনাটক পরিষদের তরফ থেকে রোববার বিকেলে শিল্পকলা একাডেমি থেকে বের হয় এক বৈচিত্রময় শোভাযাত্রা। শিল্পকলা একাডেমি থেকে বের হওয়া শোভাযাত্রাটি চারপাশ ঘুরে এসে শেষ হয় জাতীয় নাট্যশালার সামনে। অতঃপর একাডেমি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে কুশীলব ও নাট্যব্যক্তিত্বদের গান ও আড্ডায়। গোধূলিবেলার বিষণ্ণতা ততোধিক বিধুর হয়ে উঠেছিল সেতারের সুরে সুরে।পাশাপাশি আয়োজন করা হয়েছিল এক আলোচনাসভার, যেখানে উপস্থিত ছিলেন ২০২১-এ পদকপ্রাপ্ত বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নির্দেশক ও লেখক আতাউর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নির্দেশক ও নাট্যকার মামুনুর রশীদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী। শুভেচ্ছা বক্তৃতা প্রদান করেন দ্য গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য অনন্ত হিরা, পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস। পাশাপাশি স্বাগত বক্তৃতা প্রদান করেন ফেডারেশনের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল চন্দন রেজা। নানা আয়োজনে উদ্‌যাপিত বিশ্বনাট্যদিবসে
এবারের বিশেষ আকর্ষণ ছিল আমেরিকার অপেরা, থিয়েটার ও উৎসব পরিচালক নাট্যজন পিটার সেলার্সের বক্তৃতা, যিনি বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন ক্ল্যাসিক্যাল নৃত্য ও সংগীতের ধারাকে আধুনিক ও সমসাময়িক ক্ষেত্রে অভিনবত্বের সঙ্গে প্রয়োগ ও রূপায়ণের জন্য। পিটার সেলার্স আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সের সদস্যপদ গ্রহণ করেন এবং পোলার মিউজিক প্রাইজে ভূষিত হন, পাশাপাশি বিভিন্ন প্রযোজনাতেও তিনি নির্দেশক ও সংগীত পরিচালক হিসাবে নিজের অনবদ্য প্রতিভার স্বাতন্ত্র্যকে প্রতিষ্ঠা করেন।

এইদিনের অনুষ্ঠানের গান আড্ডা ও আলোচনাচক্রের পাশাপাশি বিশ্বনাট্যদিবস সম্মাননা প্রদান করা হয় ষাটের দশকের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব গ্রুপ থিয়েটার চর্চার অগ্রগণ্য বিদ্বজ্জন মাসুদ আলী খান এবং নাট্যজন আরহাম আলোকে।
তাঁদের সম্মাননাকে ততোধিক মহিমান্বিত করে তুলেছে, এইদিন বাংলাদেশের প্রখ্যাত দুই নাট্যশিল্পী লাকী ইনাম ও আফরোজা বানুর বক্তৃতা। একাধিক নক্ষত্রখচিত তারকাদের সমারোহ ওপার বাংলায় নানা আয়োজনে উদ্‌যাপিত বিশ্বনাট্যদিবসের এই আনন্দ অনুষ্ঠান যথার্থভাবেই সেজে উঠেছিল অনন্যতার সাজে।

Skip to content