ছবি প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে।
বৈদ্যুতিক মেশিনে বাঁধা পড়েছি আমরা। আর বাঁধা পড়বই না কেন! যে মেশিন সময় বাঁচাতে, শ্রম বাঁচাতে উপযোগী ভূমিকা নেয় সেখানে তো বাঁধা পড়তেই হয়। এমনই একটি মেশিন হল ওয়াশিং মেশিন। বাড়িতে এই মেশিন থাকার ফলে গৃহকর্ত্রীর কপালে চিন্তার ভাঁজ পড়ে না। শ্রম এবং সময় দুটোই হয় লাঘব।
কিন্তু এই মেশিন নিয়ে কিছু কথা জেনে রাখা ভালো যা জানলে আপনার মেশিনটি দীর্ঘায়ু পাবে।
ভেজা কাপড় রাখা উচিত না
● ওয়াশিং মেশিনের জনপ্রিয়তা বিশ্বজুড়ে। ব্যবহারকারী ব্যক্তির মোবাইলে নির্দিষ্ট অ্যাপ জানিয়ে দেয় কাপড়টি কাচা হয়েছে কি না। আপনার পোশাকে দাগ ধরেছে আপনি ভাবছেন কিছুক্ষণ ভিজিয়ে রাখি এই মেশিনে। কিন্তু আপনি জানেন কি এতে আপনার মেশিনটির ক্ষতি হচ্ছে। জলের দাগ ধরে যাচ্ছে মেশিনটির গায়ে। তাই পোশাকটি মেশিনে না ভিজিয়ে আপনি বালতিতে ভিজিয়ে রাখবেন।
আয়রন জল ব্যবহার করবেন না
● আয়রন জলে কাপড় কাচবেন না। কারণ এতে জামা-কাপড় তো ঠিকমতো পরিষ্কার হয় না উপরন্তু মেশিনটির অনেক ক্ষতি হয়। তাই বন্ধ করুন খরজলের ব্যবহার।
রান্নাঘর এবং বাথরুমের কাছে রাখা অনুচিত
● আপনার ওয়াশিং মেশিনটিকে এমন জায়গায় রাখা উচিত যেখানে জল বা রান্নার বাষ্প মেশিনে যেন না লাগে। কারণ এই দুটি মেশিনের আয়ু কমায়।
পোশাকে বাড়তি কোনও জিনিস থাকা থেকে সাবধান
● পোশাকের মধ্যে অনেক সময় টাকা বা অন্যান্য কিছু জিনিসপত্র থেকে যায়। মেশিনে পোশাকটি দেওয়ার আগে সাবধান থাকুন যাতে পোশাকে ওই সব জিনিস না থাকে। কারণ এতে মেশিনের ক্ষতি হয়।
সাবানের ব্যবহার কম করুন
● অনেক বেশি সাবান দিলেই যে আপনার পোশাকটি ভালো করে পরিষ্কার হবে এমনটা মোটেও ভাববেন না। অতিরিক্ত সাবান ব্যবহারের ফলে পোশাকে একটা বাজে গন্ধ আসতে পারে। শুধু তাই নয়, অতিরিক্ত সাবান দেওয়ায় ফেনা হওয়ার ফলে মেশিনের নিকাশি ব্যবস্থায় জমাট বাঁধে। এতে মেশিনের ক্ষতি হয়।
মেশিন পরিষ্কার রাখুন
● যখন মেশিনটিকে ব্যবহার করলেন তার ঠিক পরেই মেশিনের ভিতরটি নরম কাপড় দিয়ে ভালো করে মুছে দিন। মেশিনের কোথাও দাগ বা ময়লা ধরল কি না তা ভালো করে দেখুন। যদি এমনটা দেখেন তাহলে নরম ব্রাশ দিয়ে তা তুলে দিন। কারণ এই দাগ বা ময়লা ধরা পরবর্তীকালে মেশিনের জন্য ক্ষতিকর হতে পারে।
কিন্তু এই মেশিন নিয়ে কিছু কথা জেনে রাখা ভালো যা জানলে আপনার মেশিনটি দীর্ঘায়ু পাবে।