বৃহস্পতিবার ১৪ নভেম্বর, ২০২৪


সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

বাগদেবী আরাধনার শুভ লগ্নেই মুক্তি পেল বহু প্রতীক্ষিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘সরস্বতী’। সংসারের জাঁতাকলে পড়ে অনেক প্রতিভারই অকালমৃত্যু ঘটে। কখনও কখনও স্বামী, সন্তানের মুখ চেয়ে নিজের ইচ্ছেপূরণের সাধকে বিসর্জন দিতে হয়। আর তখনই নিজের মধ্যে লুকিয়ে থাকা ‘আমি’কে আমরা অনেক সময় হারিয়ে ফেলি। কিন্তু সময় থেমে থাকে না, এগিয়ে যায় নিজের মতো। শরীর মনে বাসা বাঁধে বার্ধক্য।
এভাবেই কি কেটে যাবে গোটা জীবনটা? ইচ্ছেপূরণের গল্পে কি বয়স বাধা হয়ে দাঁড়াবে? নিজের মধ্যে ঘুমিয়ে থাকা প্রকৃত ‘আমি’কে কোনওভাবেই কি আর জাগিয়ে তোলা যায় না? এসব প্রশ্নের উত্তর মিলবে অনিলাভ চট্টোপাধ্যায় পরিচালিত স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘সরস্বতী’তে। পরিচালক অনিলাভ চট্টোপাধ্যায়ের কথায়, ‘সরস্বতী নামের এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি মূলত এক মহিলার তাঁর ভালোবাসাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার গল্প। ছবির মধ্যে দিয়ে আমরা যে বিষয়টি তুলে ধরতে চেয়েছি সেটি হল, প্রত্যেক মানুষ ছোট থেকেই কোনও কিছু ভালোবেসে বড় হয়। তারপর ধীরে ধীরে সেই বিষয় থেকে হয়তো তাঁকে বিচ্ছিন্ন হতে হয়। কিন্তু তারপরও সেই ভালোবাসাকে নিয়েই মানুষ যদি বেঁচেও থাকতে পারে, তবে সেটাও একজন মানুষের জন্য অনেকটাই। সেই ভালোবাসা নিয়ে বেঁচে থাকার গল্পই বলবে এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি।’
এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। অভিনেত্রী বলেন, ‘আমি অনেক স্বল্পদৈর্ঘ্যের ছবির অফার পাই, কিন্তু কোনও না কোনও কারণে তা হয়ে ওঠে না। সত্যি বলতে অনিলাভ চট্টোপাধ্যায়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ছবিতে আমার চরিত্রটি আমি সত্যিই খুব পছন্দ করি, তাই আমি ছবিটি করতে রাজি হয়ে যাই। গল্পটি খুব সহজ এবং সূক্ষ্মভাবে বলা হয়েছে। একজন মহিলা বা বৃদ্ধ হওয়া কিছুই নয় এবং একজন ব্যক্তির জীবনে সে যা করতে চায় তাতে সে যাতে সক্ষম হয়, এই গল্প নিয়েই শর্ট ফিল্মটি তৈরি করা।’ গত ৫ ফেব্রুয়ারি থেকে গ্রেমাইন্ড ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে এই স্বল্পদৈর্ঘ্যের ছবিটি। ওটিটি প্ল্যাটফর্ম আড্ডাটাইমস-এও শীঘ্রই স্ট্রিমিং হবে ‘সরস্বতী’।

Skip to content