সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


ছবি সৌজন্যে : স্টার জলসা

মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। এমনটাই মনে করে কার্ডিওলজিস্ট সূর্য। মানুষের সুবিধার্থে মাঝেমধ্যেই সূর্য বিনামূল্যে শিবির করে। এদিকে, সূর্যের মা মনে করেন রূপই সব। সৌন্দর্যই মানুষের পরিচয়। তাই ছেলের জন্য তিনি রূপবতী, ফর্সা পাত্রীরই খোঁজ করছেন। অন্যদিকে, দীপা দেখতে অতটাও সুন্দর নয়, কিন্তু তাঁর ব্যবহার অত্যন্ত ভালো। শুধু তাই নয়, দীপা খুবই ভালো মনের সাধারণ ঘরোয়া একটি মেয়ে। ঠিক সূর্য যেমনটা পছন্দ করে। তবে দীপার সৎ বোন দেখতে খুবই সুন্দর, তাই নিজের ছেলের বিয়ের জন্য পাত্রী হিসাবে সূর্যের মা দীপার বোনকেই বেছে নেন। কিন্তু সূর্যের পছন্দ দীপাকে। তাহলে কি সূর্য আর দীপার ভালোবাসা পূর্ণতা পাবে না? গুণের থেকেও বেশি প্রাধান্য পাবে রূপ? এর উত্তর জানতে হলে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে রাত সাড়ে ৯টায় স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে। শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। সূর্য ও দীপার এই ভালোবাসার গল্প নিয়েই এই ধারাবাহিকের কাহিনি গড়ে উঠেছে।

‘অনুরাগের ছোঁয়া’-তে সূর্যের চরিত্রে অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত, দীপার চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা ঘোষ, সূর্যের মা-র চরিত্রে রয়েছেন রূপাঞ্জনা মিত্র, সূর্যের বাবার চরিত্রে রয়েছেন দেবদূত ঘোষ, দীপার সৎমা রত্না মজুমদারের চরিত্রে অভিনয় করছেন মল্লিকা মজুমদার, বাবার চরিত্রে অভিনয় করছেন বিমল চক্রবর্তী, সৎ বোন ঊর্মির চরিত্রে রয়েছেন সৌমিলি। এই ধারাবাহিকের শীর্ষ সংগীত লিখেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় এবং সুর দিয়েছেন জয় সরকার।

Skip to content