সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


অধ্যাপক সৌমিত্র দত্ত

অবশেষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সায়িদ বিজনেস স্কুলের দায়িত্ব পেলেন কৃতী বঙ্গসন্তান অধ্যাপক সৌমিত্র দত্ত। এই স্কুলের নতুন ডিন হচ্ছেন অধ্যাপক দত্ত। এই প্রথম কোনও বাঙালি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের দায়িত্ব পালন করবেন। দিল্লির আইআইটি থেকে বিটেক পাশ করে সৌমিত্রবাবু ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে এমএস এবং পিএইচডি করেন। তারপরই তিনি অধ্যাপনা শুরু করেন। বর্তমানে নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ‘কর্নেল এসসি জনসন কলেজ অব বিজনেস’-এ অধ্যাপনা করেন সৌমিত্র দত্ত। স্ত্রী লুর্দ কাসানোভাও একই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। কন্যা সারা পিএইচডি ডিগ্রি লাভ করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। যদিও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রায় ছ’মাস অতিথি অধ্যাপক হিসাবে অধ্যাপনা করেছেন সৌমিত্র দত্ত। তাই স্বাভাবিকভাবেই অক্সফোর্ডের সঙ্গে তাঁর সম্পর্ক নতুন নয়। কর্নেল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়েছে, যে আগামী ১ জুন থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সায়িদ বিজনেস স্কুলে যোগদান করবেন অধ্যাপক সৌমিত্র দত্ত।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লুইস রিচার্ডসন বলেন, এমন একজন দক্ষ ও অভিজ্ঞ অধ্যাপককে সায়িদ বিজনেস স্কুলের ডিনের দায়িত্ব দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর অভিজ্ঞতা আমাদের আরও সমৃদ্ধ করবে।

সায়িদ বিজনেস স্কুলের সঙ্গে যুক্ত হতে পেরে খুশি অধ্যাপক সৌমিত্র দত্তর প্রতিক্রিয়া, আমার সহকর্মী ও ছাত্রছাত্রীদের নিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানকে আরও উজ্জ্বলতর ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।

 


Skip to content