রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি : প্রতীকী, সংশ্লিষ্ট সংস্থার সৌজন্যে

শিক্ষা থেকে বিয়ে সমস্ত ক্ষেত্রে মেয়েরা যাতে নিজের সিদ্ধান্ত নিজেই অর্থনৈতিক অবস্থার ওপর নির্ভর করে নিতে পারে তার জন্য কেন্দ্রীয় সরকারের সুকন্যা সমৃদ্ধি প্রকল্পটি বেশ ভালো। এটি ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পের মধ্যে অধীন একটি প্রকল্প। এর সুযোগ নিতে হলে ভারতীয় ডাকঘর অথবা অনুমোদিত ব্যাঙ্কের শাখায় অ্যাকাউন্ট থাকা আবশ্যক। আকর্ষণীয় বিষয় হল, এতে সুদের হার ভালো। এছাড়া আরও অনেক সুযোগ সুবিধা আছে।

এই প্রকল্পে অ্যাকাউন্ট খুলতে জেনে নিন প্রয়োজনীয় কয়েকটি বিষয়। কী কী লাগবে—
১. কন্যার জন্মের প্রমাণপত্র।
২. অভিভাবকের ঠিকানা ও ছবিসহ প্রমাণ পরিচয়পত্র। এক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড থাকলে হবে।
উপরোক্ত কয়েকটি জিনিস থাকলেই সহজে আপনি সুকন্যা প্রকল্পের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন।

তবে কয়েকটি বিশেষ বিষয়ে নজর দিতে হবে। সেগুলি হল—
১. অভিভাবকরা অ্যাকাউন্ট খুলতে পারবেন সর্বোচ্চ দু’জন কন্যাসন্তানের জন্য।
২. এই প্রকল্পের জন্য আবেদনকারীর শিশুকন্যার বয়স ১০ বছর হতে হবে।
৩. কন্যাসন্তানের নামেই অ্যাকাউন্ট খুলতে হবে। অভিভাবকরা শুধু সেই খাতে টাকা জমা করতে পারবেন।
৪ একজনের জন্য একটি অ্যাকাউন্ট খোলা যাবে। দ্বিতীয় কন্যাসন্তানের জন্যও অ্যাকাউন্ট খোলা যেতে পারে। তবে কন্যাসন্তান যমজ হলে একজনের নামেই অ্যাকাউন্ট খোলা যাবে।

কয়েকটি শর্ত
১. অ্যাকাউন্ট খুলতে কমবেশি ২৫০ টাকা লাগে।
২. সুকন্যা সমৃদ্ধি প্রকল্পের অন্তর্ভুক্ত প্রতিটি অ্যাকাউন্টে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হবে। প্রতিটি অ্যাকাউন্টে সর্বোচ্চ ১,৫০,০০০ টাকা জমা করা যায়।
৩. সঠিক সময়ে টাকা জমা দিতে না পারলে সেক্ষেত্রে জরিমানা হিসেবে ধার্য করা অতিরিক্ত টাকা জমা দিতে হবে বাকি থাকা টাকার সঙ্গে।
৪. প্রকল্পটি থেকে বছরে আকর্ষণীয় হারে সুদ পাওয়া যায়।
৫. কন্যাসন্তানের ১৪ বছর বয়স পর্যন্ত তার অ্যাকাউন্টে অভিভাবককে টাকা জমা দিতে হবে।
৬. কন্যাসন্তানের বয়স ২১ বছর হয়ে গেলে অ্যাকাউন্ট চালানোর অধিকার আপনার কন্যার হাতে চলে আসবে।
৭. কন্যার বয়স ১৮ হলে এই অ্যাকাউন্টে সঞ্চিত অর্থের পঞ্চাশ শতাংশ তুলতে পারবেন। তবে তা শুধু সন্তানের শিক্ষা খাতে ব্যবহার করা যাবে।
৮. কন্যার বয়স ২১ বছর পূর্ণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্টটি বন্ধ করে না দিলে সুদের আয় অব্যাহত থাকবে।
৯. আয়কর আইনের ৮০সি ধারার সুবিধা পাওয়া যাবে।
এই প্রকল্পের জন্য নির্ধারিত নিয়ম মেনে আপনি আপনার কন্যাসন্তানের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন।

 


Skip to content