শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

পুজোর মুখে ফের দুঃসংবাদ। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। ষষ্ঠীর মধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হতে পারে। যদি নিম্নচাপ অঞ্চল তৈরি হয় তাহলে এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। মূলত নবমী থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে ভালো খবর হল, পুজোর মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি পরিমাণ।
পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি। ষষ্ঠীর মধ্যেই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে সাগরে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় নবমী থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পুজোর মধ্যে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪২: অ্যান্টিবায়োটিক খেলেই গন্ডগোল?

পঞ্চমে মেলোডি, পর্ব-৩৩: নতুন গানের ডালি নিয়ে সুরকার, গীতিকার এবং গায়ক-গায়িকারা পুজোর এই সময়েই হাজির হতেন

হাওয়া দফতরের রিপোর্ট বলছে, দক্ষিণবঙ্গের নিচু অঞ্চলে উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস ঢুকছে। এর জেরে ২০ অক্টোবরের মধ্যে সাগরে নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় পুজোর শেষ দিকে বর্ষণের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে আগামী রবিবার অবধি দক্ষিণবঙ্গের বৃষ্টির পূর্বাভাস নেই। অষ্টমীর দিন পর্যন্ত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। নবমী থেকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। নবমীতে অল্প বিস্তর বর্ষণের পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুরের কিছু কিছু এলাকায়। নবমীতে বৃষ্টির সম্ভাবনা ৩০-৪০ শতাংশ।
আরও পড়ুন:

বাস্তুবিজ্ঞান, পর্ব-২৩: উদ্যোগী পুরুষের পছন্দের রং নীল, জানতেন? কী বলছে বাস্তুশাস্ত্র?

শাশ্বতী রামায়ণী, পর্ব-৪৩: সীতার মনে কি আশঙ্কার অশনি সংকেত?

হাওয়া দফতরের রিপোর্ট বলছে, দশমীর দিনই বেশি বৃষ্টি হবে। দশমীতেও কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর জেলা ভিজতে পারে। হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে। দশমীতে বৃষ্টির সম্ভাবনা ৭০ থেকে ৮০ শতাংশ বলে জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে দশমীতে বিক্ষিপ্ত ভাবে সামান্য বৃষ্টি হতে পারে।

Skip to content