রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


অগ্রদূতের ‘বাদশা’ ছবির শিশু শিল্পী মাস্টার শঙ্কর প্রথম আবির্ভাবই সবার মন জয় করেছিলেন। স্বর্ণযুগের বহু ছবির শিল্পী তিনি। উত্তমকুমার-সহ বহু বরেণ্য শিল্পীদের সঙ্গে তিনি কাজ করেছেন। বড়বেলায় অঞ্জন চৌধুরীর ‘ছোট বউ’ ছবির মধ্য দিয়ে পুনরায় তিনি ছবির জগতে এলেন।
পেশায় অধ্যাপক, নেশায় অভিনেতা ড. শঙ্কর ঘোষ। করোনা বিঘ্নিত দেশে খানিক বিরতির পর তিনি আবার ফিরলেন স্বল্পদৈর্ঘ্যের ছবি ‘ধোঁয়াশা’র মধ্য দিয়ে। ছবিটি রহস্যের। সেই রহস্যের সমাধানে গোয়েন্দা গোমসের আবির্ভাব। সেই গোমসের চরিত্রে ড. শঙ্কর ঘোষ।
আরও পড়ুন:

পালকিতে যেতে যেতে লেখা হয়েছিল ‘বর্ণপরিচয়’

উত্তম কথাচিত্র, পর্ব-৪৯: অনেক যতনে ‘বড়দিদি’-র পর্ব রাখিনু সেথা

ছবির গল্পকার সুজয় চক্রবর্তী এই ছবির প্রযোজক পরিচালকও বটে। ‘শিল্পী ক্রিয়েশনস’ নিবেদিত এই ছবির চিত্রনাট্যকার ও পরিকল্পনার দায়িত্বে শিল্পী চক্রবর্তী। উপদেষ্টা পরিচালক সৌম্য সরকার। চিত্রগ্রাহক সৌমেন দেবরায়। এই ছবির প্রধান ভূমিকাগুলোতে রয়েছেন শিল্পী চক্রবর্তী, রাজীব বসু, সুজয় চক্রবর্তী, রাজিকা মজুমদার, লুনা মুখোপাধ্যায় শ্রুফ প্রমুখ শিল্পী।
আরও পড়ুন:

বিচিত্রের বৈচিত্র, মাউন্ট এভারেস্ট নয়, প্রথম স্বদেশি বিজ্ঞানী মাউন্ট রাধানাথ

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৪০: ব্রণ হয়েছে? তার মানেই কি লিভার খারাপ?

শুটিং শেষ হয়েছে। এখন পুরোদমে চলছে এই ছবির পোস্ট প্রোডাকশনের কাজ। দর্শকদের জন্য শীঘ্রই এ ছবি আসতে চলেছে।

Skip to content