বুধবার ২৭ নভেম্বর, ২০২৪


ছবির একটি বিশেষ দৃশ্যে। ছবি: সংগৃহীত।

ভাষা: হিন্দি
মূল কাহিনি: সমৃদ্ধা পোরে
কাহিনি বিন্যাস চিত্রনাট্য ও পরিচালনা: লক্ষ্মণ আটেকর
অভিনয়: কৃতি শ্যানন, পঙ্কজ ত্রিপাঠি, সাই তমহানকর, মনোজ পওহা , সুপ্রিয়া পাঠক প্রমুখ
সঙ্গীত: এ আর রহমান
সময়সীমা: ২ ঘণ্টা ১৩ মিনিট
ওটিটি রিলিজ: নেটফ্লিক্স
রেটিং: ৮/ ১০

পুরস্কার
দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার
শ্রেষ্ঠ অভিনেত্রী মিমি’ কৃতি শ্যানন
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেতা ‘ভানু প্রতাপ পাণ্ডে’ পঙ্কজ ত্রিপাঠি

তিনটি ফিল্মফেয়ার পুরস্কার
শ্রেষ্ঠ অভিনেত্রী ‘মিমি’ কৃতি শ্যানন
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেতা ‘ভানু প্রতাপ পাণ্ডে’ পঙ্কজ ত্রিপাঠি
শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রাভিনেত্রী ‘শামা’ সাই তমহানকর
মিমি রাঠোর সুন্দরী বেশ ভালো নাচে। রাজস্থানের বিদেশি অতিথিদের সামনে তার বন্ধু শামা গান করে আর মিমি নাচে। কিন্তু মিমির স্বপ্ন বম্বেতে গিয়ে হিন্দি ছবির নায়িকা হওয়ার। আমেরিকান দম্পতি জন রজার এবং সামার রজার নিঃসন্তান। শারীরবৃত্তিয় অক্ষমতার কারণে সামার মা হতে পারবেন না। তাই তারা প্রচুর অর্থের বিনিময়ে একজন সুস্থ সবল সুন্দর ‘সারোগেট মাদার’ খুঁজে বেড়াচ্ছেন।

রজার দম্পত্তিকে রাজস্থান ঘুরিয়ে দেখাচ্ছিল ট্যাক্সি ড্রাইভার ভানু প্রতাপ পাণ্ডে। সারোগেসি ধনী ও উচ্চবিত্ত মহলে চালু থাকলেও আমজনতা এ ব্যাপারটা খুব ভালো করে জানেন না। ভানুও প্রথমে বুঝতে ভুল করেছিল পরে বিষয়টা বুঝতে পেরে সে রজার দম্পতিকে সাহায্য করতে রাজি হয়। বিনিময়ে সে যে একটা মোটা কমিশন পাবে সেটা তো বলাই বাহুল্য। হোটেলে নাচ দেখে এই আমেরিকান দম্পতির মিমিকে সারোগেট মাদার হিসেবে ভীষণ পছন্দ হল।
প্রাথমিক ভুল বোঝাবুঝি কাটিয়ে মিমি বুঝলো একটা বিশাল অংকের টাকা সে পাবে। কুড়ি লক্ষ টাকা। মা হবার ১০ মাসের যন্ত্রণাটুকু সহ্য করতে পারলে আর কোনও সমস্যা নেই। এই টাকাটা দিয়ে সে নায়িকা হিসেবে বলিউডে পা রাখার স্বপ্ন সফল করতে পারবে। কিন্তু মা-বাবা মানবেন না, বাড়িতে জানাবে সে হিন্দি ছবিতে সুযোগ পেয়ে গিয়েছে। ন’মাস ধরে একটানা আউটডোর শুটিং করতে বাইরে থাকতে হবে। এগ্রিমেন্ট সই হল।

বিপুল অর্থের অ্যাডভান্স পাওয়া গেল। ভানু প্রতাপ পেয়ে গেল তার কমিশন। আইভিএফ পদ্ধতিতে কৃত্রিম প্রজনন সফল হল, মা হল মিমি। বোরখা ঢাকা দিয়ে শামার দূরসম্পর্কের পিসির মেয়ে চাঁদবিবি সেজে অবিবাহিতা মিমি গিয়ে উঠল সেই একই শহরে একটু দূরে বন্ধু শামার বাড়িতে। ডাক্তার দেখাতে ঘন ঘন জয়পুর ছুটতে হবে তাই নিজের ট্যাক্সি নিয়ে চাঁদ বিবির স্বামী নাসিরউদ্দিন সেজে ভানুপ্রতাপকেও থাকতে হল।
আরও পড়ুন:

রিভিউ: জুটির প্রত্যাবর্তন, মনের জটিলতা নিয়ে সহজ প্রেমের গল্প কিয়ারা-কার্তিকের ‘সত্যপ্রেম কি কথা’

হুঁকোমুখোর চিত্রকলা, পর্ব-১৬: আজগুবি ‘নয়’, আজগুবি নয়, সত্যিকারের কথা!

পালকিতে যেতে যেতে লেখা হয়েছিল ‘বর্ণপরিচয়’

কমিশনের অনেকগুলো টাকা তখনও পাওনা যে!
লুকোচুরি করে গল্প ভালোই এগোচ্ছিল। শামা বন্ধু মিমির শরীরের যত্ন নিচ্ছিল। কিন্তু আচমকা ঘটে গেল অঘটন। বেশ কয়েক মাস বাদে ডাক্তার পরীক্ষা করে জানালেন, মিমির শরীরে যে সন্তান বড় হচ্ছে সে সম্ভবত অপরিণত মস্তিষ্কের হবে। ডাক্তার যে লক্ষণ দেখছেন তাতে এমন হওয়ার সম্ভাবনা প্রবল। এই কথা শুনে আমেরিকান দম্পতি সিদ্ধান্ত বদল করল। তারা মিমিকে গর্ভপাত করাবার পরামর্শ দিয়ে আমেরিকা ফিরে গেল।

এদিকে, মিমি কিছুতেই গর্ভপাত করাতে রাজি হল না। তার সমস্ত শরীর মন দিয়ে যে সন্তানকে সে তার শরীরের ভিতরে লালন পালন করছে, তাকে হত্যা করতে পারবে না মিমি। সে যেমনই হোক। মিমি বাড়ি ফিরে মা-বাবাকে সবকিছু জানিয়ে দিল। তবে সারোগেসির জটিলতা পুরনো মানুষদের বোঝানো প্রায় অসম্ভব। তাই ভানু প্রতাপকে এ বার আগত সন্তানের বাবা সাজতে হল। এরপর শুরু হল মিমির সংগ্রাম সেই নিয়ে অসাধারণ এক কাহিনিচিত্র মিমি।
আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৯: খাবারে একদম মশলা নয়?

অমর শিল্পী তুমি, পর্ব-৯: যত সুর সবই তোমার…

বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের নাতি শিবতোষ মুখোপাধ্যায়ও ছিলেন প্রকৃত অর্থেই একজন প্রাণিবিদ্যার বাঘ

ছবিতে অসাধারণ সব কমেডির মুহূর্ত রয়েছে। আছে অনবদ্য মানবিক দৃশ্যাবলী। আর অবিবাহিতা এক তরুণীর শরীরে মনে মা হয়ে ওঠার অবিস্মরণীয় অভিনয়ে মাতিয়ে দিয়েছেন কৃতি শ্যানন। সঙ্গে আশ্চর্য দক্ষতায় পাল্লা দিয়ে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী এবং সাই তমহানকার।

স্নেহ মায়া মমতায় নিটোল এ ছবির বাঙ্ময় কিছু মুহূর্ত দর্শকের মনের মণিকোঠায় থেকে যাবে। ছবির শেষদৃশ্য পর্যন্ত ‘মিমি’ আপনাকে উদগ্রীব করে রাখবে। ঝকঝকে চিত্রনাট্য ও পরিচালনা। এ আর রহমানের সঙ্গীত আনন্দ দেয়। শ্রেয়া ঘোষালের গাওয়া পরমসুন্দরী তো সুপারহিট। এই গল্পে ২০১১ সালে সেরা মারাঠি ছবি হয়েছিল ‘মলা আই ভ্যায়চ’, ২০১৩ সালে তেলেগু ছবি ‘ওয়েলকাম ওবামা’।
ছবি এবং ওটিটিতে নিজেকে উজাড় করে দিয়েছেন এনএসডি’র প্রাক্তনী পঙ্কজ ত্রিপাঠি। এক অননুকরণীয় অভিনয়রীতিকে তাঁর নিজস্ব ব্র্যান্ড করে তুলেছেন পঙ্কজ। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশেও তাঁর গুণমুগ্ধের সংখ্যা ঈর্ষণীয়।
আরও পড়ুন:

ফেলে আসা স্মৃতি: সুরসম্রাজ্ঞী দীপালি নাগ, পর্ব-৪: গানের সঙ্গে তবলা বাজাতেন মাসি নিজেই

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-১৩: নহবতবাড়ির ‘এতটুকু বাসা’

প্রথম আলো, পর্ব-৭: বিশ্বে মার্শাল আর্ট কোথায় প্রথম শুরু হয়েছিল?

২০১৪ সালে অভিনয়ে এসে আগামী ২০২৪ পর্যন্ত দশ বছরে চারটি ছবির স্পেশাল অ্যাপিয়ারেন্স বাদ দিয়ে কৃতি রয়েছেন কুড়িটি ছবিতে। গত জুলাই মাসে ৩৩ বছর পূর্ণ করলেন ডিপিএস আর কে পুরমের ছাত্রী এবং ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশনের বিটেক কৃতি শ্যানন। ২০১৯ এ ফোর্বস-এর ১০০ জন সফল মানুষের তালিকায় কৃতির স্থান ৩৮ তম। ২০২২ সালের জি কিউ পত্রিকার ভারতীয় সংস্করণে ‘আদিপুরুষ-এর সীতা’ কৃতিকে ভারতের প্রথম ৩০ জন প্রভাবশালী যুবগোষ্ঠীর অন্তর্গত করেছেন।

কৃতির আনুমানিক বার্ষিক আয় ৮০.৯০ কোটি টাকা। ইনস্টাগ্রামে কৃতীকে ফলো করেন ৫.৪০ কোটি মানুষ। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে এই সময়ের কমবয়েসি অভিনেতা-অভিনেত্রীরা শুধু ছবিতে অভিনয় করেই তাঁদের সময়কে ব্যবহার করেন না। তাঁরা নিজেদের ব্যবসাক্ষেত্রে প্রতিষ্ঠিত দেখতে চান। কৃতির নিজস্ব পোশাক সম্ভারের নাম ‘মিস টেকেন’, ফিটনেস স্টার্ট-আপের নাম ‘দ্য ট্রাইব’ আর স্কিন কেয়ার ব্রান্ডের নাম ‘হাইফেন’। হিন্দি ছবিতে বহু বছরের চিরাচরিত পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সোচ্চার কৃতি শ্যানন।
* বসুন্ধরা এবং… দ্বিতীয় খণ্ড (Basundhara Ebong-Novel Part-2) : জিৎ সত্রাগ্নি (Jeet Satragni) বাংলা শিল্প-সংস্কৃতি জগতে এক পরিচিত নাম। দূরদর্শন সংবাদপাঠক, ভাষ্যকার, কাহিনিকার, টেলিভিশন ধারাবাহিক, টেলিছবি ও ফিচার ফিল্মের চিত্রনাট্যকার, নাট্যকার। উপন্যাস লেখার আগে জিৎ রেডিয়ো নাটক এবং মঞ্চনাটক লিখেছেন। প্রকাশিত হয়েছে ‘জিৎ সত্রাগ্নি’র নাট্য সংকলন’, উপন্যাস ‘পূর্বা আসছে’ ও ‘বসুন্ধরা এবং…(১ম খণ্ড)’।

Skip to content