রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


‘বাঘা যতীন’ ছবিতে দেবের নতুন লুক।

‘বাঘা যতীন’ ছবিতে দেবের নতুন লুকে চমক। তাঁর মুখ ক্ষত-বিক্ষত। এক ঝাঁক রুক্ষ চুল। গালভর্তি অপরিচ্ছন্ন দাড়ি। মাথায় লম্বা চুল। সারা মুখে দাগ ছোপ। কাঁধ থেকে পুরো শরীর কম্বলে ঢাকা। তাঁর চোখের দৃষ্টি একদম স্থির। একঝলকে দেখলে একজন ভবঘুরে বা ভিক্ষুক মনে হতে পারে। ‘বাঘা যতীন’ ছবিতে নতুন রূপে দেবকে সত্যিই চেনা দায়! শুক্রবার নির্মাতারা প্রকাশ করলেন ‘বাঘা যতীন’ এই বিশেষ লুক।
শুক্রবার ছবির নির্মাতা সংস্থা দেবের এই বিশেষ লুক প্রকাশ করেছে। ব্রিটিশ শাসকের নজর এড়াতে এবং সমান্তরাল আন্দোলন চালিয়ে যেতে স্বাধীনতা সংগ্রামীরা বেশিরভাগ সময়ই ছদ্মবেশ ধারণ করতেন। তাই এই ছবিতে বাঘা যতীনের ভূমিকায় দেবকেও একাধিক লুকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:

রিভিউ: জুটির প্রত্যাবর্তন, মনের জটিলতা নিয়ে সহজ প্রেমের গল্প কিয়ারা-কার্তিকের ‘সত্যপ্রেম কি কথা’

নাট্যকার গিরিশচন্দ্রের সন্ধানে, পর্ব-৪৫: অবশেষে গিরিশচন্দ্র যোগ দিলেন নাট্য অভিনেতা অমরেন্দ্রনাথ প্রতিষ্ঠিত ক্লাসিক থিয়েটারে

এর আগে দেবকে খাকি পোশাকে বন্দুক কাঁধে দেখেছেন দর্শক। তারও আগে সাধুর বেশে ছবি প্রকাশ করেও চমকে দিয়েছিলেন অভিনেতা। সূত্রের খবর, ছবিতে দেবের এই লুক ফুটিয়ে তুলছেন রূপটানশিল্পী সোমনাথ কুণ্ডু।
আরও পড়ুন:

শুক্রবারই সেই মাহেন্দ্রক্ষণ, চাঁদের মাটিতে বিক্রম-প্রজ্ঞানের ‘ঘুম’ ভাঙাবে? কী করবেন ইসরোর বিজ্ঞানীরা?

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩৮: চল্লিশ পার হলেই নিরামিষ?

ছবির এই বিশেষ লুক প্রসঙ্গে দেবের বক্তব্য, “বাঘা যতীন ছবিতে এমন এক স্বাধীনতা সংগ্রামীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি, যিনি মহৎ উদ্দেশ্যে ছদ্মবেশের গুরুত্ব বুঝতেন। ছবিতে আমার চরিত্রটিও অনেক রকম পরিবর্তনের মধ্যে দিয়ে এগিয়ে গিয়েছে।” ছবিটি পরিচালনা করছেন অরুণ রায়। আসন্ন পুজোয় ‘বাঘা যতীন’ মুক্তি পাবে।

Skip to content