বুধবার ৪ ডিসেম্বর, ২০২৪


আয়ুষ্মান খুরানা, রজনীকান্ত-কন্যা, ঐশ্বর্যা রজনীকান্ত ও সৌরভ গঙ্গোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্র নিয়ে দীর্ঘদিন ধরেই জল্পনা চলছিল। শেষমেশ সেই জল্পনার অবসান হয়েছে। কে হচ্ছেন ‘মহারাজ’? এই নিয়ে নানা জল্পনা ও গুঞ্জন সর্বত্র। ‘প্রিন্স অফ ক্যালকাটা’র চরিত্রে বেশ কিছু তারকার নাম উঠে এসেছিল। সব থেকে চর্চিত ছিল রণবীর কাপুরের নাম। শোনা গিয়েছিল হৃতিক রোশনের নামও। যদিও সূত্রের খবর, রণবীর ও হৃতিকের মধ্যে কেউ-ই নন, বরং সৌরভের চরিত্রে অভিনেতা আয়ুষ্মান খুরানাকে বড় পর্দায় দেখা যাবে।
চিত্রনাট্য লেখার কাজ শেষ। চলতি বছরের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর নাগাদ শুটিং শুরু হবে। এই ছবিটি পরিচালনা করবেন রজনীকান্ত-কন্যা, ঐশ্বর্যা রজনীকান্ত। ছবির চিত্রনাট্য নিয়ে সৌরভ বেশ সাবধানী ছিলেন। চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার আগে সৌরভকে বার বার মুম্বই ছুটতে দেখা গিয়েছিল। শেষমেশ নির্মাতাদের আয়ুষ্মান খুরানাকেই পছন্দ হয়েছে। আগামী মাস থেকেই শুরু হবে প্রশিক্ষণ পর্ব।
আরও পড়ুন:

অমর শিল্পী তুমি, পর্ব-৫: সফল হোগি তেরি আরাধনা

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১২: সুন্দরবনের আর এক ব্যাঘ্রদেবতা বড় খাঁ গাজী

সৌরভের সঙ্গে আয়ুষ্মানের একটি জায়গা মিল রয়েছে, তা হল অভিনেতাও নাকি বাঁ-হাতি। মনে করা হচ্ছে, এর জন্য সৌরভের চরিত্রকে ফুটিয়ে তুলতে অভিনেতার পক্ষে খানিকটা সহজ হবে। সৌরভের আগে বড় পর্দায় দুই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি এবং মহম্মদ আজহারউদ্দিনের জীবনের চিত্রায়ণ হয়েছে। দুটি ছবিই বক্স অফিসে সফল হয়েছে। সৌরভের জীবনীচিত্র কি এই দুই তারকার ছবিকে টেক্কা দিতে পারে, সেটাই দেখার!

Skip to content