প্রস্তুতি তুঙ্গে। ছবি: সংগৃহীত।
আদিত্য এল১-এ মোট সাতটি পে-লোড থাকবে। দু’টি মূল পেলোড হল ভিসিবল এমিশন লাইন করোনাগ্রাফি(ভিইএলসি) এবং সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ (এসএউআইটি)। আর বাকি ৫টি পেলোড হল— সোলার লো এনার্জি এক্স-রে স্পেক্ট্রোমিটার (এসওএলইএক্সএস), হাই এনার্জি এল১ অরবিটিং এক্স-রে স্পেক্ট্রোমিটার (এইচইএল১ওএস), আদিত্য সোলার উইন্ড পার্টিকল এক্সপেরিমেন্ট (এসপিইএক্স) এবং প্লাজ়মা অ্যানালাইজ়ার প্যাকেজ ফর আদিত্য (পিএপিএ)। এই পে-লোডগুলি ফটোস্ফিয়ার থেকে ক্রোমোস্ফিয়ার কিংবা সূর্যের একে বারে বাইরের দিকের স্তর কোরোনা, পর্যবেক্ষণ করবে। ল্যাগরেঞ্জ পয়েন্ট পৌঁছানোর পরে এই ভিইএলসি পেলোড প্রতিদিন ১,৪৪০টি ছবি তুলে পাঠাবে। তাই এই পেলোডটিকেই আদিত্য এল-১-এর অন্যতম গুরুত্বপূর্ণ পেলোড বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, চন্দ্রযান-৩-এ মোট চারটি পেলোড আছে।
গোল হয়ে ঘুরছে প্রজ্ঞান, হঠাৎ চাঁদের মাটিতে সে কিসের খোঁজে করছে? ভিডিয়ো প্রকাশ ইসরোর
পরিযায়ী মন: বিদেশ ভ্রমণে বিভ্রাট
আদিত্য-এল১ মিশনের লক্ষ্য কী?