রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

ইসরোর চন্দ্রযান-৩ অভিযান সফল। বুধবার মহাকাশ ইতিহাস তৈরি করেছে ভারত। ভারতই প্রথম দেশ হিসাবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখল। পাশাপাশি চাঁদের মাটিতে মহাকাশযান অবতরণকারী দেশ হিসেবে রাশিয়া, আমেরিকা, চিনের পরেই চতুর্থ দেশ হিসাবে উঠে এল ১৪০ কোটির এই দেশ। এত বড় সাফল্যের মধ্যেও ইসরো নিজের লক্ষ্যে স্থির। এ বার ইসরো তথা ভারতের লক্ষ্য ‘চন্দ্রযান-৪’।
ইসরো চাইছে চন্দ্রাভিযানকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে। তবে ‘চন্দ্রযান-৪’ প্রকল্পে একা নয়, অন্য এক দেশের সঙ্গে জুটি বেঁধে এগোবে ইসরো। এ নিয়ে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এবং জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি-র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ভারত এবং জাপান একসঙ্গে যৌথ ভাবে ‘চন্দ্রযান-৪’ অভিযানে হাত মিলিয়ে কাজ করবে। ‘চন্দ্রযান-৪’ অভিযানের আসল নাম দেওয়া হয়েছে ‘লুপেক্স’ (লুনার পোলার এক্সপ্লোরেশন মিশন)।
আরও পড়ুন:

শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়েছে কি না বুঝবেন কী করে? চোখ, পা, ত্বকের এই সব লক্ষণ দেখলেই সতর্ক হন

হাত বাড়ালেই বনৌষধি: এই ১০ সমস্যা দূর করতে জবা ফুলের জুড়ি মেলা ভার, জানতেন?

লুপেক্সে চাঁদের মেরুকেন্দ্রিক পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ চালাবে। সেই সঙ্গে সব থেকে আলোচিত প্রশ্নের উত্তর— চাঁদে কি জল আছে কি না তা খুঁজে দেখবে? ইতিমধ্যে নানা ধরনের কৃত্রিম উপগ্রহ, টেলিস্কোপ ও ক্যামেরার সৌজন্যে চাঁদে জলের অস্তিত্ব সম্পর্কে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গিয়েছে।
আরও পড়ুন:

অমর শিল্পী তুমি, পর্ব-8: চলতি কা নাম কিশোর

পঞ্চমে মেলোডি, পর্ব-২৫: পঞ্চম মনস্থির করেন, যাই হয়ে যাক না কেন—এ বার তিনি আশাকে প্রেম নিবেদন করবেনই

বিজ্ঞানীদের আশা, ‘চন্দ্রযান-৪ অর্থাৎ ‘লুপেক্স’ চাঁদে জলের অস্তিত্ব নিয়ে জল্পনার অবসান করবে। শুধু তাই নয়, ‘চন্দ্রযান-৪ সফল হলে ভবিষ্যতে চন্দ্র অভিযানের গতিপ্রকৃতিও বদল আসতে পারে। যদিও ‘চন্দ্রযান-৪ অর্থাৎ ‘লুপেক্স’ অভিযান নিয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ্যে আসেনি। এই অভিযান চালু করা হতে পারে ২০২৬ সালের মধ্যে। এ সবের পাশাপাশি ‘চন্দ্রযান-৪’ ভারত এবং জাপানের মধ্যে সম্পর্কের উন্নতিও ঘটাবে বলে
মনে করা হচ্ছে।

Skip to content