রবিবার ৫ জানুয়ারি, ২০২৫


রাশিয়ার মহাকাশযান লুনা-২৫। ছবি: সংগৃহীত।

ইতিহাসে জায়গা করে নেওয়ার সুযোগ হাতছাড়া রাশিয়ার। রুশ মহাকাশযান ‘লুনা-২৫’ ভেঙে পড়ল চাঁদের মাটিতে। রবিবার এই খবর জানিয়েছে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস। রসকসমস পরিকল্পনা অনুযায়ী, মহাকাশযান ‘লুনা-২৫’ সোমবার চাঁদে নামার কথা ছিল। যদিও সেই স্বপ্ন অধরাই থেকে গেল। উল্লখ্য, রাশিয়া গত ৪৭ বছরে এই প্রথম বার চন্দ্রাভিযানে অংশগ্রহণ করেছিল। কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হল। সোমবার চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করতে পারলে নতুন ইতিহাস তৈরি করতে পারত রাশিয়া। কারণ এর আগে কোনও দেশই দক্ষিণ মেরুতে মহাকাশযানের সফল অবতরণ করতে পারেনি। এই মুহূর্তে ইতিহাসের সামনে দাঁড়িয়ে ভারত ভারতীয় চন্দ্রযান-৩। বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ এর অবতরণ করার কথা।
আরও পড়ুন:

ইউরিক অ্যাসিডের সমস্যায় জেরবার? গাঁটে গাঁটে ব্যথা? এই ৫ খাবার খেলেই দ্রুত স্বস্তি মিলবে

দৌড়ে এগিয়ে থেকেও কি কিয়ারা ছিটকে গেলেন! ‘ডন ৩’-তে রণবীরের বিপরীতে কোন নায়িকা?

রুশ মহাকাশযানটি আর এক ধাপ পেরোলেই চাঁদের সবচেয়ে কাছের কক্ষপথে পৌঁছে যেত। যদিও তার আগেই দুর্ঘটনাটি ঘটে যায়। শনিবার শেষ কক্ষপথে নামার আগে রুশ মহাকাশযান ‘লুনা-২৫’ ‘জরুরি পরিস্থিতি’র মুখোমুখি হয়। এর ফলে পরিকল্পনা মতো মহাকাশযানটিকে কক্ষপথে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি রসকসমস-এর পক্ষে। ‘লুনা-২৫’ তার নির্ধারিত গতির থেকে অনেক বেশি গতিতে ছুটে থাকে। শেষমেশ সেটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে চাঁদের মাটিতে।
আরও পড়ুন:

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১০: সুন্দরবনের রক্ষয়িত্রী বনবিবি

বাঙালির মৎস্যপুরাণ, পর্ব-৬৯: ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কোনও ভাবেই শরীরে ঢুকছে না? অজান্তেই এই সব অসুখ ডেকে আনছেন কিন্তু

গত ১৪ জুলাই চাঁদের দেশের উদ্দেশে পাড়ি দেওয়া ভারতের চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুতে বুধবার সন্ধ্যায় নামার কথা। ভারতীয় চন্দ্রযান তার মূল মহাকাশযান থেকে সফলভাবে আলাদা হয়ে গিয়েছে। তার পরে সে তার গতিও কমিয়েছে। আজ রবিবার আরও গতি কমানো হবে। পাখির পালকের মতো চাঁদের মাটি ছোঁয়ার অবতরণ করবে চন্দ্রযান-৩। এদিকে রাশিয়ার মহাকাশযান লুনা-২৫ রওনা দেয় প্রায় এক মাস পরে গত ১০ অগস্ট। সোমবার তার চাঁদের মাটিতে নামার কথা ছিল। ভারতের চন্দ্রযান-৩ এর আগে রাশিয়ার লুনা-২৫ চাঁদের মাটি ছুঁয়ে ফেলবে কি না সেই নিয়ে জোর জল্পনা চলছিল। যদিও মস্কো তার লক্ষ্যপূরণে ব্যর্থ হল।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content