বৃহস্পতিবার ২৮ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

আজকে থেকে পরপর কয়েটি ক্লাসে আমরা ‘Parts of Speech’ নিয়ে আলোচনা করবো। আমরা সবাই জানি ‘Parts of Speech’ আট রকমের হয়। সেগুলি কী কী?
1. Noun
2. Pronoun
3. Verb
4. Adjective
5. Adverb
6. Perposition
7. Conjunction
8. Interjection
ইংরেজি শব্দভাণ্ডারে যত শব্দ আছে তারা সকলেই এই আটটি ‘Parts of Speech’ এর অন্তর্ভুক্ত। আমরা একটা একটা করে এই ‘Parts of Speech’গুলো নিয়ে খুব সহজ করে আলোচনা করবো।

আজকের ক্লাসে আমরা ‘NOUN’ সম্পর্কে কিছু জানবো। ‘Noun’, আমরা সব্বাই জানি, কোনও কিছুর ‘নাম’ বোঝায়। সেই জন্য ‘Noun’ কে ‘Naming Word’ও বলা হয়। যে কোনও কিছুর নামই হল ‘Noun’. কোনও ব্যক্তি, বস্তু, স্থান, অবস্থা, অনুভূতি, সমষ্টি— যে কোনও কিছুর নামই হল ‘Noun’.
আরও পড়ুন:

ইংলিশ টিংলিশ: Singula ও Plural-এ বার বার ভুল হচ্ছে? জেনে নিন কীভাবে পড়লে নির্ভুল হবে

সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৯: সুন্দরবনের লুপ্ত নদী আদিগঙ্গা

 

NOUN পাঁচ প্রকার

1. Proper Noun
2. Common Noun
3. Material Noun
4. Collective Noun
5. Abstract Noun

আরও পড়ুন:

অমর শিল্পী তুমি, পর্ব-২: কাজের আশায়, তারকা অশোককুমারের গাড়িতে নয়, লোকাল ট্রেনে-বাসে ঘুরে বেড়াতেন কিশোর

কোচবিহারের রাজকাহিনি, পর্ব-৫: রাজবাড়ি এবং অভিনব বিবাহপর্ব

PROPER NOUN হল যে কোনও নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা জায়গার নাম। এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা হয় এবং capital letter দিয়ে শুরু হয়, যেমন:
 

ব্যক্তির নাম

Sumon, Payel, Rabindranath Tagore, Subhash Chandra Bose, William Shakespeare, Sourav Ganguly, Amitabh Bachhan

 

নদী, পাহাড়, স্কুল, কলেজ, বই, বাড়ি, দোকান ইত্যাদির নাম

Ganga, Thames, Nile, Himalayas, Alps, Nilgiri, Hindu School, St. Xavier’s School, Bethune College, Gitanjali, the Bible, the White House, Lake Mall etc.

 

জায়গা (মহাদেশ, দেশ, রাজ্য, জেলা, শহর, গ্রাম, রাস্তা ইত্যাদি)

Asia, America, India, France, Bangladesh, West Bengal, Uttar Pradesh, Maharashtra, North 24 Parganas, Malda, Kolkata, Darjeeling, B.T.Road, Surya Sen Street etc.

আরও পড়ুন:

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-৩২: আটার চেয়ে ময়দা ঢের গুণ ভালো?

আলোকের ঝর্ণাধারায়, পর্ব-৬: গার্হস্থ্য জীবনের প্রারম্ভে ভৈরবী ব্রাহ্মণীর আগমন

COMMON NOUN হল সেই NOUN যে একই জাতীয় কোনও ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সেই জাতীয় সকলকে একসঙ্গে বোঝায়। যেমন: boy, girl, man, woman, child, country, state, city, river, mountain, house, school, book, teacher, student etc.

নীচের চার্টটি ভালো করে দ্যাখো, তাহলে ‘Proper’ আর ‘Common Noun’ এর তফাতটা আরও পরিষ্কার হবে।
PROPER —COMMON
Ravi— boy
Nita—girl
Geetanjali—book
Rabindranath—poet
Ganga—river
Himalayas—mountain
Asia—continent
India—country
West Bengal—state
Kolkata—city
Park Street—street

আশা করছি এই দু’ ধরনের Noun সম্পর্কে ধারণাটা স্পষ্ট হয়েছে। পরের ক্লাসে বাকি তিন ধরনের ‘NOUN’ নিয়ে আলোচনা করবো।
* ক্লাসরুম-ইংলিশ টিংলিশ (Classroom-English Tinglish) : পর্ণা চৌধুরী (Parna Chowdhury) ইংরেজির শিক্ষিকা, গভঃ বেসিক কাম মাল্টিপারপাস স্কুল, বাণীপুর।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content