রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

বইয়ের পোকা তাড়াতে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার করেও কোনও লাভ হয়নি? বইয়ের পোকা খুবই অসহ্যকর। একবার কোন বই তে পোকা ধরলে সেই বই থেকে আর নিস্তার নেই। শুধু কি তাই? তার আশেপাশে থাকা সবকটা বইতে যেকোনও মুহূর্তে পোকা লেগে যেতে পারে। কিন্তু জানেন কি, কোন রাসায়নিক না ব্যবহার করেই শুধু ঘরোয়া উপায়ে অতি সহজেই আপনি এই পোকার হাত থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন সেই সহজ উপায়—
এক্ষেত্রে দারুণ কাজ করে রেফ্রিজারেটর। প্রথমে পোকা লাগা বইগুলোকে ভালো বইগুলোর থেকে আলাদা করে সেই পোকা লাগা বইগুলোকে ফ্রিজে রেখে দিন। আরও ভালো হয়, ফ্রিজে রাখার আগে যদি পোকা লাগা বইগুলোকে কোন প্লাস্টিকের মধ্যে ভরে দিতে পারেন। সেই প্লাস্টিকে যাতে কোনওভাবেই হাওয়া না ঢুকতে পারে। এবার পোকা লাগা বইগুলোকে টানা ৭২ ঘণ্টা ফ্রিজে ভরে রাখুন। ফ্রিজ থেকে ঠান্ডা অবস্থায় কখনওই বের করে নেবেন না। বইগুলোকে বের করার কয়েক ঘণ্টা আগে ফ্রিজের সুইচ বন্ধ করে দিন।
আরও পড়ুন:

দেহের ৩ অঙ্গই জানান দিতে পারে রক্তে শর্করার মাত্রা বাড়ছে কি না, সেগুলি কী কী জানেন?

রোহিত শেট্টির ‘সিংহম এগেন’ ছবিতে চমক, অজয় দেবগনের বোনের চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে?

এতে ফ্রিজের ভেতরটা আস্তে আস্তে গরম হতে থাকবে। প্রথমে টানা ৭২ ঘণ্টা ঠান্ডা এবং তারপর ধীরে ধীরে গরম হওয়া—এই প্রক্রিয়া বইয়ের ভিতরে পোকার ডিমগুলোকে একেবারেই নষ্ট করে দেবে। পরপর তিন সপ্তাহ ধরে যদি এই পদ্ধতি মেনে চলেন, তাহলে পোকার হাত থেকে চিরতরে মুক্তি পেয়ে যেতে পারেন।

আপনার রায়

ইসরোর চন্দ্রযান-৩ কি তৃতীয় বারের এই অভিযানে সাফল্যের স্বাদ পাবে?

Skip to content