শনিবার ২৩ নভেম্বর, ২০২৪


হেমা মালিনী। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে ধর্মেন্দ্র ও শাবানা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

‘রকি অউর রানি কি প্রেম কহানি’ মুক্তি পেয়েছে গত ২৮ জুলাই। কর্ণ জোহর পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট ও রণবীর সিংহ। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ধর্মেন্দ্র, শাবানা আজমি, জয়া বচ্চন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, চোটা রায়চৌধুরী প্রমুখ।
ছবিতে আলিয়া ও রণবীরের রসায়ন পাশাপাশি দর্শকদের নজর কেড়েছে ধর্মেন্দ্র ও শাবানার সম্পর্কের সমীকরণও। পর্দায় ধর্মেন্দ্র ও শাবানার চুম্বন নিয়েও কম চর্চা হয়নি। ৮৭ বছর বয়সে স্বামী বীরুকে পর্দায় এমন দৃশ্যে অভিনয় করতে দেখে স্ত্রী হেমা মালিনী কী বললেন?
আরও পড়ুন:

শাহরুখ-কন্যার গায়ের রঙে কারসাজি! বিজ্ঞাপনে সুহানাকে দেখেই ধেয়ে এল কটাক্ষ

ব্লাড প্রেশারের সমস্যায় ভুগছেন? যোগাসনেই নিয়ন্ত্রণে থাকবে প্রেশার

হেমা জানিয়েছেন, তাঁর এখনও ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিটি দেখা হয়নি। তিনি কি ধর্মেন্দ্রর চুম্বন কাণ্ডের জন্যই ছবি না দেখার সিদ্ধান্ত নিয়েছেন? বাসন্তী তথা হেমার কথায়, ‘‘আসলে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির প্রিমিয়ারে যাওয়ার জন্য আমার সময় হয়নি। তবে আমি শুনেছি ছবিটা ভালো হয়েছে। ধরমজিরও প্রশংসা শুনেছি। ওঁর জন্য আনন্দ হচ্ছে। তিনি সব সময়ই ক্যামেরার সামনে থাকতে ভালোবাসেন। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে কাজ করে তাঁরও ভালো লেগেছে।’’ হেমা মালিনীর পরিষ্কার বক্তব্য, পেশাদারিত্বের সঙ্গে ব্যক্তিগত জীবনকে তিনি গুলিয়ে ফেলতে নারাজ।
আরও পড়ুন:

পাখি সব করে রব, পর্ব-১: সবুজ সুন্দরী মুনিয়া

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-৮: সুন্দরবনের নিশ্চিহ্ন প্রাণী

ড্রিম গার্ল ক্যামেরার সামনে কবে ফিরবেন? হেমার জবাব, উপযুক্ত চরিত্রের প্রস্তাব দিলেই তিনি কাজ করবেন। তবে তাঁর জন্য শর্তও রেখেছেন হেমা। তাঁর অনুরোধ, তাঁকে যেন কোনও নেতিবাচক চরিত্রের জন্য না ভাবা হয়। অভিনেত্রীর কথায়, ‘‘আমি একদমই নেতিবাচক মানুষ নই। আমি কখনওই কারও খারাপও ভাবি না। তাই খল চরিত্রে আমি অভিনয় করব কী ভাবে!’’

Skip to content