রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী। সংগৃহীত।

ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। আগামী ১২ ঘণ্টায় সেই নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে। এমনটাই বলে হাওয়া দফতর জানিয়েছে। এর জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী সোমবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বীরভূমের কিছু জায়গায়। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন:

গৃহস্থের হেঁশেলে সাজানো সাদা বিষ, নিয়মিত খাওয়ার ফলে বিষ জমছে শরীরে

ভগবান শিবের চরিত্রে অক্ষয়, আপত্তি তুলল সেন্সর বোর্ড, ‘ওএমজি ২’ নিয়ে নতুন নির্দেশিকা জারি

বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া জেলার কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হাওয়া দফতরের আশঙ্কা, তিন দিন ভারী বর্ষণের জেরে নদীর জলস্তর বাড়তে পারে। জলমগ্ন হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলার নিচু এলাকাগুলি।

Skip to content