ধোনির সেই গ্যারেজ। ছবি: সংগৃহীত।
ঠিক যেন বাইকের শোরুম। এক এক করে সাজানো রয়েছে নামি-দামী বাইক। সেখানে স্থান পেয়েছে কিছু চার চাকার গাড়িও। সেগুলোর মধ্যে বেশ কিছু ভিন্টেজও রয়েছে। মহেন্দ্র সিংহ ধোনির রাঁচীর বাড়ির এই গ্যারাজ যেন আস্ত একটা শোরুম। এমনটাই জানিয়েছেন বেঙ্কটেশ প্রসাদ। প্রাক্তন পেসারের সঙ্গে ছিলেন প্রাক্তন নির্বাচক সুনীল যোশিও।
বাইক ধোনির খুবই প্রিয়। রাঁচীতে থাকলে তিনি মাঝেমধ্যেই বাইক নিয়ে বেরিয়ে পড়েন। তবে ধোনির গ্যারাজে যে এত ধরনের বাইক আছে, তা জানা ছিল না প্রসাদের। সমাজমাধ্যমে প্রসাদ ধোনির সেই গ্যারেজের ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, “কেউ নিজের ভালোবাসার জিনিসপত্র নিয়ে এতটা পাগল হতে পারে, তা আমার জানা ছিল না। অসাধারণ সংগ্রহ! এটা কেবল ধোনির পক্ষেই সম্ভব। এই বাইকগুলো ধোনির রাঁচীর বাড়িতে রয়েছে। আমি দেখে অবাক হয়ে গিয়েছি।”
আরও পড়ুন:
বর্ষায় প্রতিদিন গাড়ি চালিয়ে অফিস যান? চারচাকা নিয়ে বেরোনোর আগে এই ৫টি বিষয় অবশ্যই মাথায় রাখুন
আলিয়ার পোশাক বিপণি ‘এড আ-মাম্মা’ কত কোটি টাকায় কিনছেন অম্বানী? শুনলে চমকে যাবেন
প্রসাদের কথায়, “এই প্রথম বার নয়, আমি চার বার ধোনির এই বাড়িতে এসেছি। কিন্তু ধোনির এই গ্যারেজ আমাকে অবাক করে দেয়। মানুষ কোনও বিষয়ে পাগল হলে, তবেই এটা করা সম্ভব। এটাকে একটি বড় সড় বাইকের শো রুম বলা যেতে পারে।”
আরও পড়ুন:
ইতিহাস কথা কও, কোচবিহারের রাজকাহিনি, পর্ব-২: রাজাদের স্থাপত্য-কীর্তি ও রাজধানী
বিশ্বসেরাদের প্রথম গোল, পর্ব-১৩: অদ্বিতীয় সম্রাট
ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনির গ্যারেজে প্রায় ৫০টি বাইক রয়েছে। হারলে-ডেভিডসন, কাওয়াসাকি নিনজা, ডুকাটির মতো সংস্থার বাইক আছে। ধোনির কাছে জানতে চাওয়া হয় বাড়িতে কেন এত বাইক কেন সংগ্রহ করেছেন? প্রাক্তন অধিনায়ক বলেন, “এই বাড়িতে আমার নিজের বলতে কেবল এটাই। তা-ও ব্যাডমিন্টন কোর্টের পিছনে বানাতে বলা হয়েছিল। যদিও আমি সেটি আগেই বানিয়েছি।”