সোমবার ২৫ নভেম্বর, ২০২৪


অবশেষে ক্ষমা চাইল লোরেটো কলেজ। কলেজ বিবৃতি দিয়ে জানিয়ে দিল, পড়ুয়াদের ভর্তির জন্য যোগ্যতার যে শর্ত দেওয়া হয়েছিল, তা ভুলবশত দেওয়া হয়েছিল। কলেজ কর্তৃপক্ষ সেই শর্ত প্রত্যাহার করে নিচ্ছেন। সেই সঙ্গে জানানো হয়েছে, ওই শর্ত দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ বাংলার মানুষের কাছে ক্ষমাপ্রার্থী।
লোরেটো কলেজের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরে শিক্ষামহলে শোরগোল শুরু হয়ে যায়। মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লোরেটো কলেজের অধ্যক্ষকে তলব করেন। এর পরই লোরেটো কলেজের নতুন বিবৃতি জারি করা হয়। সেখানে বাংলার মানুষের কাছে নিঃশর্ত ভাবে ক্ষমা চেয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন:

অভিনয় ছেড়ে কি রাজনীতিতে যোগ দিচ্ছেন দক্ষিণী তারকা থলপতি বিজয়?

বাংলা মাধ্যমে পড়াশোনা করা ছাত্রীরা এ বার লোরেটো কলেজে ভর্তি হতে পারবেন না। কলেজ কর্তৃপক্ষ এমনই একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছিলেন। বিজ্ঞপ্তিতে পরিষ্কার ভাবে উল্লেখ করা হয়েছিল, বাংলা, হিন্দি বা অন্য কোনও আঞ্চলিক ভাষার মাধ্যমে যে সব ছাত্রীরা দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন, তাঁদের এ বার লোরেটো কলেজে ভর্তি নেওয়া হবে না। ওই নোটিস প্রকাশ্যে আসার পর থেকেই শুরু তুমুল বিতর্ক।
আরও পড়ুন:

ত্বকে দাগ-ছোপ-জ্বালাভাবে জেরবার? সমস্যার সমাধানে অ্যালো ভেরা খুবই উপকারী, কী ভাবে ব্যবহার করবেন?

লোরেটো কলেজ কর্তৃপক্ষ ওই বিবৃতিতে জানিয়েছে, ‘‘কলকাতার লোরেটো কলেজের ঐতিহ্য ও সেবার ইতিহাস গৌরবময়। এই প্রতিষ্ঠান গত ১০০ বছরেরও বেশি সময় বাংলায় শিক্ষার পরিষেবা দিয়ে আসছে। সম্প্রতি কলেজে ভর্তির জন্য যোগ্যতার যে শর্ত দেওয়া হয়েছিল, তাতে আমাদের মূল্যবোধের প্রতিফলন দেখা যায়নি। এই ভুল আমাদের।’’

ভর্তির নোটিস নিয়ম-বহির্ভূত বলে সোমবার কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়। মঙ্গলবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লোরেটো কলেজের অধ্যক্ষকে জানিয়ে দেন, আগামী দিনে যেন এ রকম বিজ্ঞপ্তি না দেওয়া হয়। এর পরেই লোরেটো কলেজ কর্তৃপক্ষ একটি বিবৃতি দেন। তাতে লিখে হয়েছে, ‘‘বাংলার মানুষের কাছে কলকাতার লোরেটো কলেজে নিঃশর্ত ভাবে ক্ষমাপ্রার্থী। ভর্তির ওই নোটিস প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। লোরেটো কলেজ নতুন করে বাংলাকে পরিষেবার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’’

আপনার রায়

রাজ্যে পঞ্চায়েত ভোটে দফা বৃদ্ধি করা জরুরি?

Skip to content