বৃহস্পতিবার ১২ ডিসেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

রবিবার সন্ধ্যে নাগাদ কলকাতা ও তার পার্শ্ববতী অঞ্চল-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাত-সহ বৃষ্টি হতে পারে। সোমবারও একই রকম বৃষ্টি হতে পারে। এদিকে, রবিবার এবং সোমবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বীরভূম-সহ রাজ্যের পশ্চিমাংশের কয়েকটি জেলায়। তবে আগামী দিন দুয়েকের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দু-তিন দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকবে।

উত্তরে আগেই বর্ষা ঢুকেছে। রোজ দিনই সেখানে অল্প বিস্তর বৃষ্টি হচ্ছে। উত্তরের তিন জেলায় রবি থেকে মঙ্গলবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য পাঁচ জেলাতেই হাওয়া দফতর বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, রবি এবং সোমবার দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। হাওয়া দফতরের অনুমান, যেহেতু আগামী দু-তিন দিনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকতে পারে, তাই দক্ষিণের তাপমাত্রার পারদ ২ থেকে ৪ ডিগ্রি কমতে পারে। ফলে স্বস্তির পেতে পারেন দক্ষিণবঙ্গবাসী।
আরও পড়ুন:

হাঁটাহাঁটি করেই কমান ডায়াবিটিস! প্রতিদিন ঠিক কত পা হাঁটলে সুস্থ থাকবেন ডায়াবেটিকরা?

এক মুহূর্তও ফোন, ল্যাপটপ ছাড়া থাকতে পারেন না! জানেন কি, নিজের অজান্তেই ত্বকের ক্ষতি করছেন?

তবে পশ্চিমের কিছু জেলায় স্বস্তি আসতে আরও দু-এক দিন দেরি। রবি এবং সোমবার পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, ঝাড়গ্রামে তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে এই সব জেলার কোনও কোনও অংশে হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
রবিবার সন্ধ্যে নাগাদ কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে শনিবার থেকে কিছুটা হাওয়ায় স্বস্তি মিলেছে।
আরও পড়ুন:

সদ্য বিয়ে করেছেন? কী ভাবে নতুন করে সাজাবেন শোয়ার ঘর

এই দেশ এই মাটি, সুন্দরবনের বারোমাস্যা, পর্ব-১: সুন্দরবনের শেকড়ের খোঁজে

উত্তরবঙ্গে বর্ষা প্রবেশের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পঙে। রবি থেকে মঙ্গলবার দুই দিনাজপুর, মালদহে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

Skip to content