শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

বেলা যত গড়াচ্ছে ততই তীব্র গরমে অস্বস্তি বাড়ছে। অবশ্য রাতেও যথেষ্ট গরম অনুভূত হচ্ছে। কলকাতা-সহ রাজ্য বেশ কয়কদিন ধরেই এরকম অসহনীয় গরমে হিমশিম খাচ্ছেন রাজ্যবাসী। এদিকে এখনই রাজ্যে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। রাজ্যে সরকারি ভাবে বর্ষার সময় হয়ে এলেও বৃষ্টির কোনও লক্ষণ নেই। আলিপুর হাওয়া দফতরের পূর্বাভাস, চলতি সপ্তাহে দাবদাহে জ্বলবে পুরো রাজ্য। তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে একাধিক জেলায়।
হাওয়া দফতর জানিয়ে দিয়েছে, মঙ্গলবার তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ এবং বীরভূমের দু’একটি জায়গায়। বুধবার থেকে শনিবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং বাঁকুড়ার কিছু জায়গায়।
আরও পড়ুন:

অল্প দিনের আলাপে মাত্র ১৬ বছর বয়সেই কেন পর্দার আনন্দ রাজেশকে বিয়ে করেন ডিম্পল?

ভবিষ্যবাণী: আপনার নামের প্রথম অক্ষর কি ‘এ’? তাহলে জ্যোতিষশাস্ত্র মতে আপনি কিন্তু এই সব গুণের অধিকারী

শুধু দক্ষিণে নয়, তাপপ্রবাহের পরিস্থিতি উত্তরের জেলাগুলিতেও বজায় থাকবে। হাওয়া দফতর মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে দুই দিনাজপুর, মালদহের কিছু জায়গায়।

তবে আপাতত কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়নি। যদিও শহরে আরও গরম বাড়তে পারে। অস্বস্তি ভাব বজায় থাকবে। সোমবার শহরের সর্বোচ্চ পারদ ছিল ৩৮.৮ ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। ২৯.৯ ডিগ্রি ছিল শহরের সর্বনিম্ন তাপমাত্রা। অর্থাৎ স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
আরও পড়ুন:

স্বাদে-আহ্লাদে: আম কাসুন্দি প্রিয়? বানানোর সময় এই বিষয়গুলি খেয়াল রাখবেন

ডায়াবিটিস বাগে আনতে কোন প্রোটিন খেতেই হবে, আর কী কী এড়াতেই হবে?

আলিপুর হাওয়া দফতর জানিয়েছে, বাংলায় পশ্চিম দিক থেকে শুকনো গরম বাতাস ধকার জন্য তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে, এখনই দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙর কিছু জায়গায়। বুধবার বৃষ্টির হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারের কিছু জায়গায়।

Skip to content