ছবি: প্রতীকী।
এমন অনেকেই আছেন, যাঁরা সকাল একটানা কাজের পরে ক্লান্ত হয়ে পড়লেই ধূমপানের বিরতি নেন। সঙ্গে তাঁদের হাতে থাকে ধোঁয়া ওঠা গরমা গরম চা। যেন মুহূর্তে সব ক্লান্তি উবে যায়। কিন্তু আপনি কি জানেন, সিগারেট ও চ-এর এই যুগলবন্দি আপনার স্বাস্থ্যের কতটা ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
গবেষণা বলছে, সিগারেট ও চা একসঙ্গে খেলে ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে ‘অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন’ নামে চিকিৎসা সংক্রান্ত পত্রিকায়। এ নিয়ে সমীক্ষায় বলছে, যাঁরা নিয়মিত মদ্যপান ও ধূমপান করেন তাঁদের ক্ষেত্রে গরম চা পানের অভ্যাস ঝুঁকির কারণ হতে পারে। কারণ তাঁর এই অভ্যাস খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দিতে পারে।
আরও পড়ুন:
এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-২১: ক্যানসার মানেই মৃত্যু?
৬০ বছরে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে! জামাইষষ্ঠীতেই অসমের মেয়ের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন আশিস বিদ্যার্থী
এটা তো প্রায় সবারই জানা যে, অ্যালকোহল ও তামাক ক্যানসারে শিকার হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তাই এরকম একটি মারণ রোগের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মদ্যপান ও ধূমপানের অভ্যাস থেকে দূরে থাকা দরকার। পাশাপাশি এই মদ্যপান ও ধূমপানের অভ্যাসের সঙ্গে যদি যুক্ত হয় গরম চা, তাহলে সমস্যা আরও বৃদ্ধি পাবে বলে গবেষণার রিপোর্ট বলছে।