ছবি: প্রতীকী।
আগামী ২৬ মে, শুক্রবার ২০২৩ সালের রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে চলেছে। মঙ্গলবার টুইটারে এ কথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
#পশ্চিমবঙ্গ_জয়েন্ট_এন্ট্রান্স_২০২৩_ফলাফল pic.twitter.com/6KbGw0ZoKc
— Bratya Basu (@basu_bratya) May 23, 2023
টুইটারে শিক্ষামন্ত্রী লিখেছেন, ‘‘পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, ২০২৩-এর ফলাফল আগামী ২৬ মে শুক্রবার বেলা ২.৩০-এর সময় একটি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করা হবে। প্রায় ৯৮,০০০ পরীক্ষার্থী এই পরীক্ষা দিয়েছেন এই বার। তারা তাঁদের র্যা্ঙ্ক কার্ড বোর্ডের ওয়েবসাইটে বিকেল ৪টের সময় থেকে ডাউনলোড করতে পারবেন। সকল পরীক্ষার্থীদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই।’’
আরও পড়ুন:
বড়সড় চমক! ঋদ্ধির পর সৌরভ, পড়শি রাজ্যে ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন মহারাজ
ফের সাফল্য নারীবাহিনীর, টপকে গেল গত বারের নজিরও, ইউপিএসসি পরীক্ষায় প্রথম চার জনই মহিলা
জয়েন্ট্র এন্ট্রান্স বোর্ড সূত্রে জানা গিয়েছে, বোর্ডের সরকারি ওয়েবসাইট wbjeeb.nic.in-তে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। উল্লেখ্য, রাজ্যে গত ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হয়েছিল।