রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

পুরীর সমুদ্রে তলিয়ে গেলেন ২ পর্যটক। হাওড়ার ওই দুই পর্যটকের সমুদ্রে স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে। আরও এক পর্যটককে উদ্ধার করা হয়েছে জীবিত অবস্থায়। তিনি এখন পুরীর হাসপাতালে চিকিৎসাধীন।
একই পরিবারের ৫ জন পুরী বেড়াতে গিয়েছিলেন। হাওড়ার ওই ৫ পর্যটক বুধবার স্বর্গদ্বারের কাছাকাছি সেক্টর ১৩ এলাকায় সমুদ্রে স্নান করতে নামেন। ৫ জন পর্যটকের মধ্যে ৩ জন বিশাল ঢেউয়ের ধাক্কায় তলিয়ে যান। স্থানীয়েরা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। ১ জনকে জল থেকে কোনওরকম তোলা হয়। বাকি ২ জনকে উদ্ধার করতে সময় লাগে। উদ্ধারের পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে একজন হলেন রঞ্জন দাস (৫২), অন্যজন তাঁর পুত্র ঋষভ দাস (১৬)।
আরও পড়ুন:

শুক্রবার আপ-ডাউন মিলিয়ে ৫৪টি মেট্রো কম চলাচল করবে, প্রথম ও শেষ মেট্রো কখন?

ঘূর্ণিঝড় ‘মোকা’ কি ধেয়ে আসছে? কবে আছড়ে পড়তে পারে? সতর্ক হতে হবে? কেন এমন নাম?

১ মে পুরীর হাওড়া থেকে গত উদ্দেশে রওনা দিয়েছিলেন ওই ৫ পর্যটক। ৫ জনের মধ্যে রঞ্জন এবং ঋষভ ছাড়াও ছিলেন রঞ্জনের স্ত্রী, ভাগ্নে এবং তাঁর মা। ভাগ্নে সায়ন মাইতিও তলিয়ে গিয়েছিলেন, কোনও ক্রমে তাঁকে উদ্ধার করা হয়। সবাই হাওড়ার শিবপুর থানার অন্তর্গত ১ নম্বর আচার্য পাড়া লেনের বাসিন্দা। বুধবার বাড়িতে মৃত্যুর খবর পৌঁছলে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Skip to content