শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


বাইরে রোদে বেরোবেন অথচ নিজের ছায়া দেখতে পাবেন না! আগামীকাল দেশে এমন অবাক কাণ্ডই ঘটতে চলেছে। এমন এক মহাজাগতিক ঘটনা ঘটবে মঙ্গলবার। দেশের মধ্যে একমাত্র বেঙ্গালুরুই এই বিরল মুহূর্তের সাক্ষী হবে। মঙ্গলবার এই শহরে হবে ‘জিরো শ্যাডো ডে’ বা ছায়াহীন দিন।
বেঙ্গালুরুতে আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টা ১৭ মিনিটে এর সাক্ষী হওয়া যাবে। প্রায় দেড় মিনিট ধরে চলবে এই পরিস্থিতি। চাঁদিফাটা রদ্দুরেও নিজের ছায়া দেখা যাবে না।
আরও পড়ুন:

কলকাতায় সলমন, ইস্টবেঙ্গল ক্লাবে ১৩ মে জমজমাট শো! কবে, কোথায়, কী ভাবে টিকিট পাবেন?

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-২: এখানে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা, বাণিজ্যনীতি এবং বৈদেশিক নীতির চর্চা করা হয়েছে

কেন ‘জিরো শ্যাডো ডে’ হয়?
এ প্রসঙ্গে অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া (এএসআই) সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরেই এমনটা হয়। বছরে দু’বার কোনও একটি নির্দিষ্ট জায়গায় এই পরিস্থিতি তৈরি হয়। এমনটা হওয়ার কারণ হল, সূর্য এবং পৃথিবীর অবস্থানগত পরিবর্তন। কর্কটক্রান্তি রেখার দক্ষিণে থাকা এলাকায় এরকম হয়। সূর্যের দক্ষিণায়ণ এবং উত্তরায়ণের সময়েই এমনটা হয়। কোনও একটি নির্দিষ্ট জায়গায় পৃথিবীপৃষ্ঠ থেকে সূর্যের কৌণিক অবস্থানের জন্যই এমন অবাক করা কাণ্ড ঘটে।
আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৮: সলিল চৌধুরীর সুরারোপিত গান খুব মনোযোগ দিয়ে শুনতেন পঞ্চম

হঠাৎ পায়ে ঝিঝি ধরেছে? কী ভাবে ছাড়াবেন? রইল ঘরোয়া টোটকা

তবে এই প্রথম বার নয়। আগেও দেশের নানা জায়গায় এমন ছায়াহীন দিন হয়েছে। ২০২২ সালের জুন মাসে কলকাতায় এমন হয়েছিল। অল্প সময়ের ছায়া জন্য উধাও হয়ে গিয়েছিল ছায়া। তারও আগে, ২০২১ সালে ছায়াশূন্য দিন দেখা গিয়েছিল ওড়িশার ভুবনেশ্বরে।

Skip to content