বৃহস্পতিবার ২১ নভেম্বর, ২০২৪


ছবি: প্রতীকী।

প্রেম করে বিয়ে? কোনও সম্পর্কের মধ্যে রয়েছেন? প্রেমের সম্পর্ক এগনো উচিত কি না বুঝতে পারছেন না? ঠিক আছে, এত চিন্তা না করে একবার মিলিয়ে দেখুন তো প্রেম ভালোবাসার ক্ষেত্রে নয়টি গ্রহ আপনার জন্মছকে কী প্রভাব ফেলেছে।

জীবজগতে হৃদয়যুক্ত ব্যক্তিই একমাত্র প্রেম করার উপযুক্ত। সবারই হৃদয় ও মন আছে। তাই কারও জীবনে প্রেম আসেনি বা প্রেম করেনি এমনটা কিন্তু ব্যতিক্রম। যাই হোক, সনাতন জ্যোতিষে একজন জাতক বা জাতিকার প্রেম ভাগ্য বিচারের জন্য মূলত ভাব হিসেবে লগ্ন, পঞ্চম, সপ্তম, একাদশ ভাব এবং গ্রহ হিসেবে চন্দ্র, শুক্র, বুধ ও রাহু গ্রহের মূল ভূমিকা বিচার্য বিষয়।

তবে একজন অভিজ্ঞ জ্যোতিষী বিশারদই আপনাকে বলে দিতে পারেন যে, আপনার জন্মছক অনুযায়ী আপনার জীবনে ভালোবাসা আসবে নাকি বা সেটি আদৌ পরিণয় সূত্রে আবদ্ধ হবে নাকি।
 

একঝলকে দেখে নিন কোন গ্রহের কী প্রভাব

 

রবি

রবি গ্রহ জন্ম ছকে যদি শুভ অবস্থায় থাকে তাহলে নির্দেশ করে যে, প্রেমিক-প্রেমিকার আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব, একে অন্যের মনের ভাব বোঝা ও প্রকাশের অনুকূল এবং বংশমর্যাদা বজায় রেখে চলার ক্ষমতা, দৃঢ়তা ও স্থিরলক্ষ্য রয়েছে। জন্মছকে যদি রবি অশুভ অবস্থায় থাকে তাহলে এর বিপরীত ফল দেবে এবং উভয়ের আত্মসম্মানের সমস্যা থাকবে।
 

চন্দ্র

চন্দ্র গ্রহ যদি জন্ম থাকে শুভ অবস্থায় থাকে তাহলে তা নির্দেশ করে মানসিক আগ্রহ, ইচ্ছা শক্তি, প্রকাশ, প্রেম অনুভূতির সুচিন্তার আদান-প্রদান, উভয়ের মনের সঙ্গে মনের মিল খুঁজে পাওয়া খুবই আবেগপ্রবণ ভাব। চন্দ্র অশুভ অবস্থায় জন্ম ছকে থাকলে এর বিপরীত ফলগুলো প্রেমের ক্ষেত্রে দিয়ে থাকবে।

আরও পড়ুন:

আনন্দে-সুখে ভরিয়ে তুলতে চান নিজেকে? রইল কয়েকটি সহজ উপায়

পঞ্চতন্ত্র: রাজনীতি-কূটনীতি, পর্ব-২: এখানে দেশের অভ্যন্তরীণ সুরক্ষা, বাণিজ্যনীতি এবং বৈদেশিক নীতির চর্চা করা হয়েছে

বিধানে বেদ-আয়ুর্বেদ: প্রচণ্ড গরমে নাজেহাল? ঘরে বসেই আয়ুর্বেদ অনুসারে ভালো থাকুন

 

মঙ্গল

মঙ্গল গ্রহ জন্ম ছকে শুভ অবস্থায় থাকলে তাহলে প্রেমিক প্রেমিকার মধ্যে সাহসিকতার প্রকাশ ঘটাবে। প্রেম থেকে বিবাহ পর্যন্ত একে অপরের পাশে থাকবে। মঙ্গলগ্রহ জন্ম ছকে অশুভ অবস্থায় থাকলে প্রেমের ক্ষেত্রে দুঃসাহসিকতা, হঠকারী মনোভাব বোঝাবে। বাড়ির অমতে পালিয়ে বিয়ে করা এবং জেদ ধরে রাখা, অহেতুক কলহ, আত্মসম্মানে, ঈর্ষা ভাব একে অন্যকে গুরুত্ব বা পাত্তা না দেওয়া। প্রেমিক প্রেমিকার মধ্যে ভুল বোঝাবুঝি, কথা কাটাকাটি।
 

বুধ

বুধ গ্রহ জন্ম ছকে শুভ অবস্থায় অবস্থান করলে তাহলে প্রেমের ক্ষেত্রে পরিণত মনস্কতা- পরিপক্কতার পাশাপাশি ছেলেমানুষি ভাব থাকবে, যা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য রেখে চলার জন্য দুটিই খুবই প্রয়োজন। কিন্তু জন্মছকে বুধ শুভ অবস্থায় থাকলে তাহলে এই দুটি স্বভাবের ভারসাম্য বজায় থাকবে না। তাছাড়া সম্পর্কের মধ্যে কুটকাচালি ও সন্দেহবাতিক মনোভাব প্রকাশ পাবে।

আরও পড়ুন:

চলো যাই ঘুরে আসি: চুপি চুপি ঘুরে আসি

অনন্ত এক পথ পরিক্রমা, পর্ব-১৬: বৈধীভক্তি ছাড়িয়ে রাগভক্তি লাভ হয়

গল্পকথায় ঠাকুরবাড়ি, পর্ব-৬০: রাতদুপুরে বিপন্নকে বাঁচাতে হাটখোলার পাট আড়তের টাকা এসেছিল জোড়াসাঁকোয়

 

বৃহস্পতি

জন্মছকে বৃহস্পতি গ্রহ শুভ অবস্থায় থাকলে নির্দেশ করে উদারতা, উভয়ের বিশ্বস্ততা, সদ্ব্যবহার, নম্রতা, ভদ্রতা, মানিয়ে চলা, প্রকৃত মনের মানুষকে খুঁজে পাওয়া, সতীত্ব ভাব ধার্মিকতা, একে অপরের মনের কষ্ট বুঝে চলা, জ্ঞান ও প্রজ্ঞা। জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ অসম্য অবস্থায় থাকে তাহলে সমস্ত বিপরীত ফলগুলো দিয়ে থাকবে।
 

শুক্র

জন্ম থেকে যদি শুক্র গ্রহ শুভ অবস্থায় অবস্থান করে তাহলে নির্দেশ করে ধনাত্মক মানসিকতায় যৌন আকর্ষণ, প্রেমিক মনোভাব, রোম্যান্টিকতা, সৌখিনতা, টিপটপ থাকা, প্রেমিক-প্রেমিকা উভয়ই সৌন্দর্যের পূজারি হবে। যদি অশুভ ভাবে জন্মছকে শুক্রের অবস্থান হয় তাহলে দেখা যাবে প্রেমিক প্রেমিকার উভয়ের মধ্যে ঋণাত্মক যৌন খিদে, উভয়ের একনিষ্ঠতার অভাব, আজ এই পুরুষ বা মহিলাকে ভালো লাগবে কিছুদিন বাদে অপর পুরুষ বা মহিলাকে ভালো লাগবে।

আরও পড়ুন:

পঞ্চমে মেলোডি, পর্ব-৮: সলিল চৌধুরীর সুরারোপিত গান খুব মনোযোগ দিয়ে শুনতেন পঞ্চম

দশভুজা: আমি বনফুল গো: তিনিই ছিলেন ভারতীয় ছবির প্রথম সিঙ্গিং সুপারস্টার/১

এগুলো কিন্তু ঠিক নয়, পর্ব-১৬: গরমে কক্ষনও ডিম খেতে নেই?

 

শনি

জন্মছকে যদি শনি গ্রহ শুভ অবস্থায় অবস্থান করে তাহলে প্রেমের সম্পর্ক ও সেই সম্পর্ক যদি বিবাহিত জীবনের রূপ পায়, তাহলে এই দুটি সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য্য এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক নির্দেশ করে। জন্মছকে শনি গ্রহ যদি অশুভ অবস্থায় অবস্থান করে তাহলে প্রেমে নৈরাশ্য ও উদাসীনতা, বিরক্তি, তিতিক্ষা, একাকীত্ব, নিজের যৌন আবেগহীনতা আসবে। শনি যেহেতু বিচ্ছিন্নকারী গ্রহ সেই কারণে দূরত্ব তৈরি করবে। সম্পর্কের ক্ষেত্রে একে অন্যকে পাশ কাটিয়ে যাবে।
 

রাহু

রাহু গ্রহ যদি জন্মছকে শুভ অবস্থায় থাকে তাহলে প্রেম এবং বিবাহের ক্ষেত্রে অবশ্যই শুভ যোগাযোগ বয়ে নিয়ে আসে এবং জীবনসঙ্গী ধার্মিক হবেন। জন্ম ছকে অশুভ রাহু নির্দেশ করে একাধিক বা বহু ভোগের স্পহা, কামনা-বাসনা, যৌনতা, অস্থিরতা, তাই একাধিক প্রেম হওয়ার যোগ, বহুমুখী চিন্তাভাবনা সবই অশুভ রাহু দিয়ে থাকে।
 

কেতু

জন্ম ছকে কেতু গ্রহ শুভ অবস্থায় অবস্থান করলে তাহলে আধ্যাত্মিক মানসিকতার, ত্যাগী প্রেমিক-প্রেমিকা নির্দেশ করে থাকে। জন্মছকে অশুভ অবস্থায় কেতু গ্রহ অবস্থান করলে নির্দেশ করে প্রেমিক প্রেমিকার সন্দেহপ্রবণ মন ও গুপ্ত স্বভাব ও সম্পর্ক গোপন করা বা রাখার মানসিকতা।

যোগাযোগ: ৭০৪৪৫৫৮৭৫৬

* ভবিষ্যবাণী (astrology articles): শ্রীময়ী গঙ্গোপাধ্যায়, (Saeemayee Ganguli) বিশিষ্ট জ্যোতিষ, বাস্তু ও সংখ্যাত্ত্ব বিশেষজ্ঞ।

Skip to content