শুক্রবার ২২ নভেম্বর, ২০২৪


সারেগামাপা খ্যাত গায়ক মইনুল আহসান নোবেল।

সারেগামাপা খ্যাত গায়ক মইনুল আহসান নোবেল তাঁর ব্যক্তিগত জীবনের কারণে বার বার সংবাদের শিরোনামে উঠে এসেছেন। এ বার নোবেলের এক ফেসবুক পোস্ট নিয়ে আবার জল্পনা শুরু হয়েছে। গায়ক মৃত্যুকে আহ্বান জানিয়েছেন। তিনি তাঁর প্রাক্তন স্ত্রীর প্রসঙ্গ টেনে পোস্টে লিখেছেন, তাঁর পরিণতির জন্য হয়তো তিনি খুশি।
নোবেল নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, “জীবনে অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটেছে। মন ভেঙ্গে গিয়েছে। মদ এবং মাদকে আসক্ত হয়ে পড়েছি। আমার মাথায় ৭০টি স্টিচ আছে। আমার প্রাক্তন স্ত্রী তাতে হয়ত খুশি হয়েছে। আমার কেরিয়ার নষ্ট হয়ে গিয়েছে। এখন শুধু মৃত্যুটাই বাকি আছে!” শেষে গায়কের সংযোজন, ‘‘মৃত্যু, এ বার তুমি আমার কাছে আসতে পারো, তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।’’ কেন হঠাৎ তিনি মৃত্যুর প্রসঙ্গ টেনে আনলেন, সেই জায়গায় ধোঁয়াশা তৈরি হয়েছে। তাঁর এই পোস্ট দেখে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন, কেউ আবার তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন, কেউ বা শিল্পীকে আবার সহানুভূতি দেখিয়েছেন।
আরও পড়ুন:

টানা দু’দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে বারাসত-হাসনাবাদ শাখায়, জানিয়ে দিল পূর্ব রেল, যাত্রী দুর্ভোগের আশঙ্কা

বড়ই ছোট বক্ষযুগল? মালিশ থেকে আসন, স্তনের মাপ বাড়ানোর অনেক ঘরোয়া উপায় আছে

এই প্রথম নয়, নোবেল বার বার শিরোনামে উঠে এসেছেন তাঁর বিতর্কিত মন্তব্যের কারণে। ‘সারেগামাপা’ অনুষ্ঠানে এসে তিনি সেরা না হওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তোলা হয়েছিল। নোবেলের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাঁর স্ত্রী। ২০২১ সালে ১১ সেপ্টেম্বর তাঁর স্ত্রী সালসাবিল নোবেলকে বিচ্ছেদের নোটিস দিয়েছিলেন। তাঁর অভিযোগ, নোবেল একাধিক নারীর প্রতি আসক্ত। শারীরিক নির্যাতন এবং মাত্রাতিরিক্ত নেশাসক্তির অভিযোগও করেছিলেন তিনি তাঁর বিরুদ্ধে। নোবেল আঙুল তুলেছিলেন বাংলাদেশের বিখ্যাত গায়ক জেমসের দিকে। তাঁর দাবি, খ্যাতনামা গায়ক তাঁর স্ত্রীকে ব্যবহার করছেন! ফেসবুকেও ‘ডিভোর্স’ কথাটিও পোস্ট করেন তিনি। যদিও পরে সেই কথার জন্য ক্ষমাও চেয়েছিলেন। এ বার নিজের মৃত্যুর কথা উল্লেখ করে কী বোঝাতে চাইলেন শিল্পী, তা নিয়ে ধন্দে তাঁর অনুরাগীরা।

Skip to content