ছবি: প্রতীকী।
পরামর্শ দিয়েছেন সাহেলী গঙ্গোপাধ্যায়, কনসালট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমরি হাসপাতাল, কলকাতা। সমস্যা নিয়ে সব প্রশ্নের উত্তর জানতে ভিডিয়ো ক্লিপটি দেখুন।
আরও পড়ুন:
ভিতর বাহিরে অন্তরে অন্তরে: পরীক্ষা চলাকালীন ও পরবর্তী সময়ে সন্তানের সঙ্গে অভিভাবকদের আলাপচারিতা ও ভূমিকা
দশভুজা: ‘পুরুষ মানুষের কাজে হাত দিলে এমনই হবে, মহিলাদের এসব সাজে না’
কী ভাবে ওকে পড়াশোনায় মনোযোগী করে তুলব। ধৈর্যশক্তিই বা বাড়বে কোন পথে কিছুই বুঝতে পারছি না। ও এরকম আনমনা এবং চঞ্চল প্রকৃতির হওয়ায় স্কুলের বন্ধুরা ওকে অনেক সময় বিপদে ফেলে দিচ্ছে। স্যার-ম্যামের কাছে বকুনি খাচ্ছে। মেয়েকে অনেক বুঝিয়েও কোনও কাজ হচ্ছে না। যখন বোঝানো হচ্ছে, তখন প্রমিস করছে মন দিয়ে পড়াশোনা করবে, সবার কথা মেনে চলবে। কিন্তু খানিক পরে সেই একই জায়গায়। পর পর পড়ার চাপ আরও বাড়বে, তখন ও কীভাবে পরিস্থিতি সামাল দেবে ভেবে দুশ্চিন্তা হচ্ছে।
প্রশ্ন প্রেরকের পরিচয়: নাম প্রকাশে অনিচ্ছুক।
প্রশ্ন পাঠাবার জন্য ইমেইল: samayupdates.mentalhealth@gmail.com
প্রশ্ন প্রেরকের পরিচয়: নাম প্রকাশে অনিচ্ছুক।
* ভিতর বাহিরে অন্তরে অন্তরে (Menthal health and awareness) : লেখিকা সাহেলী গঙ্গোপাধ্যায় কনসালট্যান্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, আমরি হাসপাতাল, কলকাতা।