রবিবার ২৪ নভেম্বর, ২০২৪


ছবি: সংগৃহীত।

প্রায় বছর দুই থমকে থাকার পরে শিয়ালদহ থেকে এসপ্লানেড হয়ে সুড়ঙ্গপথে হাওড়ায় মেট্রো নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। সব পরিকল্পনা ঠিক মতো এগলে আগামী কাল, রবিবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর দু’টি রেক হাওড়া ময়দান মেট্রো স্টেশনে নিয়ে যাওয়া হবে পূর্বমুখী সুড়ঙ্গ দিয়ে। এসপ্লানেড হয়ে, গঙ্গার নীচ দিয়ে যাবে। জানা গিয়েছে, এই প্রস্তুতি হাওড়া ময়দান এবং এসপ্লানেডের মধ্যে ট্রেন চালানোর মহড়া নয়। এটি মহড়ার প্রাথমিক পদক্ষেপ।
ট্রেন চলাচলের জন্য আপ এবং ডাউন লাইনে জোড়া সুড়ঙ্গ দিয়ে শিয়ালদহ থেকে এসপ্লানেড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে পূর্বমুখী সুড়ঙ্গের। পশ্চিমমুখী সুড়ঙ্গের নির্মাণকাজ এখনও বাকি। কাজ বাকি রয়েছে মূলত বৌবাজার এলাকায়।

ওই সুড়ঙ্গে এসপ্লানেড হয়ে হাওড়া ময়দান পর্যন্ত কাজ হয়ে গিয়েছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, বৌবাজারের ওই অংশের জন্য এখনই পশ্চিমমুখী সুড়ঙ্গের ব্যবহার করা যাচ্ছে না। সে কারণেই পূর্বমুখী সুড়ঙ্গ দিয়েই নদী পেরিয়ে রেক দু’টিকে হাওড়া ময়দানে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন:

চেনা দেশ অচেনা পথ, পর্ব-১৪: কাওয়ার্ধা পরিভ্রমণ

রহস্য উপন্যাস: পিশাচ পাহাড়ের আতঙ্ক,

পূর্বমুখী সুড়ঙ্গপথে শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত রেললাইন পাতার কাজ শেষ হয়েছে। তবে শিয়ালদহ থেকে এসপ্লানেডের মধ্যে তৃতীয় রেল পথে এখনও বিদ্যুৎ সংযোগ না থাকলেও এসপ্লানেড থেকে হাওড়া ময়দানের মধ্যে তৃতীয় রেলে বিদ্যুৎ সংযোগ রয়েছে। সল্টলেক সেন্ট্রাল পার্কের ডিপো থেকে মেট্রোর দু’টি রেক শিয়ালদহ এবং এসপ্লানেড হয়ে হাওড়া ময়দানে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সময় নির্দিষ্ট করা হয়েছে। পরিকল্পনা মতো, প্রথমে সল্টলেকের সেন্ট্রাল পার্ক ডিপো থেকে দু’টি রেক শিয়ালদহ নিয়ে আসা হবে। শিয়ালদহ থেকে ব্যাটারিচালিত ইঞ্জিন ব্যবহার করে প্রথম রেকটিকে এসপ্লানেড নিয়ে যাওয়া হবে। এসপ্লানেড থেকে রেলের বিদ্যুৎ ব্যবহার করে হাওড়া ময়দানে পৌঁছবে ওই রেকটি। ঠিক একই ভাবে পাশের লাইনে হাওড়া ময়দান স্টেশনে দ্বিতীয় রেকটিও পৌঁছবে।
আরও পড়ুন:

শুক্রবার রাতেই তড়িঘড়ি জারি করা হল নতুন নির্দেশিকা, প্রত্যাহার করা হল বর্ধিত পার্কিং ফি

শনিবার রাত থেকে রবিবার সকাল, একাধিক ট্রেন বন্ধ থাকবে শিয়ালদহে

দু’টি রেক পৌঁছবার পরে হাওড়া থেকে এসপ্লানেডে ট্রেন চালানোর মহড়ার প্রস্তুতি শুরু হবে। শুক্রবার মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘রবিবার মহড়া হচ্ছে না। শুধু নদীর নীচ দিয়ে রেক নিয়ে যাওয়া হচ্ছে। সেই প্রস্তুতি ভালো ভাবে সম্পূর্ণ তার পরে হাওড়া ময়দান এবং এসপ্লানেডের মধ্যে মহড়া শুরু করা হবে।’’

Skip to content